300 কিমি মাইলেজের ই-স্কুটার চালিয়ে পরখ করতে চান? টেস্ট রাইডের জন্য আপনার নাম নিচ্ছে Simple Energy

বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ Simple One ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইডের সূচি প্রকাশ করেছিল‌। এবার তার জন্য প্রথম পর্যায়ে নাম নথিভুক্তকরণের…

বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ Simple One ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইডের সূচি প্রকাশ করেছিল‌। এবার তার জন্য প্রথম পর্যায়ে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঘোষণা করল তারা। Simple One গত বছরের ১৫ আগস্ট Ola S1 সিরিজের  সাথে একইদিনে লঞ্চ হয়েছিল। এদিকে এরইমধ্যে ওলা ইলেকট্রিক টু-হুইলারের প্রথম সারির সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করলেও, Simple One এখনও পথ চলা শুরু করতে পারেনি। তবে এবার স্কুটারের ডেলিভারি দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে সংস্থাটি। তাই তার আগে পরখ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য টেস্ট রাইডের কর্মসূচী।

গতকাল Simple One-এর টেস্ট রাইডের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে টুইটে জানানো হয়েছে। নথিভুক্তির লিঙ্ক দেওয়া আছে সেখানে। ২০-২২ জুলাই সংস্থার জন্মস্থান বেঙ্গালুরু শহরে প্রথম টেস্ট রাইড সম্পন্ন হবে। তারপর একে একে চেন্নাই, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র (মুম্বই ও পুণে), পানাজি, আমেদাবাদ, ইন্দোর-সহ বেশ কিছু শহর ঘুরে ১৫ সেপ্টেম্বর টেস্ট রাইডের পরিসমাপ্তি ঘটবে‌‌  পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও টেস্ট রাইডের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, গত মাসে ডেলিভারির জন্য সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছিল। সব ঠিকঠাক চললে গ্রাহকদের কাছে স্কুটার পৌঁছে দেওয়ার পালা সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে আশা করা যায়। সেপ্টেম্বর পর্যন্ত ডেলিভারি পেছানোর নেপথ্যে একটি গুরুত্বপূর্ণ কারণকে দায়ী করেছিল সংস্থাটি। তারা জানায়, দেশে যে হারে বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে স্কুটার নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার কিছু মাপকাঠি বেঁধে দেওয়া হতে পারে সরকারের তরফে। যা খুব শীঘ্রই আনা হতে পারে বলে ধারণা তাদের। সেই বিধি চালু হলে বাজারে উপলব্ধ বহু ই-স্কুটারের সংস্থাকে হয়রানির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সিম্পল এনার্জি। সে কারণেই ‘ধীরে চলো’ নীতিতে আস্থা রাখে সংস্থা।

সংস্থা সূত্রে খবর, এপ্রিল পর্যন্ত ৫৫,০০০-এর বেশি বুকিং পেয়েছে Simple One। স্কুটারটির স্ট্যান্ডার্ড মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং ডুয়াল ব্যাটারিযুক্ত মডেলটির মূল্য ১,৪৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি ৮.৫ কিলোওয়াট মোটর, যা থেকে ৭২ এনএম টর্ক উৎপন্ন হবে। গ্রাহকরা স্কুটারটি থেকে ২০৩-২৩৬ কিমি পর্যন্ত রেঞ্জ মিলবে। তবে দামী ভ্যারিয়েন্টের রেঞ্জ ৩০০ কিমি বলে দাবি করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন