কেনার জন্য বসে 1 লক্ষ মানুষ! শুরু হল 212 কিমি মাইলেজের দুর্ধর্ষ ই-স্কুটারের ডেলিভারি

ভারতের বাজারে গত মাসে লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটার Simple One-এর ডেলিভারি শুরুর কথা ঘোষণা করল নির্মাণকারী সংস্থা সিম্পল এনার্জি (Simple Energy)। ১.৪৫ লক্ষ টাকা মূল্যের…

ভারতের বাজারে গত মাসে লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটার Simple One-এর ডেলিভারি শুরুর কথা ঘোষণা করল নির্মাণকারী সংস্থা সিম্পল এনার্জি (Simple Energy)। ১.৪৫ লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিক স্কুটারের চাবি বেঙ্গালুরুর ক্রেতাদের হাতে প্রথম তুলে দেওয়ার কথা জানালো সংস্থাটি। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সিম্পল।

Simple One-এর ডেলিভারি শুরু হল

উল্লেখ্য, আগস্ট, ২০২১ এ সিম্পল ওয়ান-এর উপর থেকে পর্দা সরিয়েছিল সংস্থা। উন্মোচনের প্রায় দু’বছর বাদে লঞ্চ হয়েছে এটি। এখনও পর্যন্ত স্কুটারটি ১ লক্ষের বেশি বুকিং পেয়েছে বলে জানানো হয়েছে। এটি তামিলনাড়ুর কারখানায় তৈরি হচ্ছে। সেখানকার বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১০ লাখ ইউনিট। স্কুটারটিতে রয়েছে একটি ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ২১২ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি সংস্থার।

Simple One : ইলেকট্রিক মোটর, ব্যাটারি এবং রেঞ্জ

Simple One-এর ইলেকট্রিক পিএমএস মোটরটি থেকে ১১.৩ বিএইচপি শক্তি এবং ৭২ এনএম টর্ক উৎপন্ন হবে। ১০৫ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ২.৭৭ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম বলে দাবি করা হয়েছে। সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা এবং সিইও সুহাস রাজকুমার বলেন, “সিম্পল ওয়ানের ডেলিভারি দিতে পেরে আমরা আনন্দিত। বেঙ্গালুরু থেকে এটি শুরু হয়েছে। আমরা আমাদের ক্রেতাদের ই-স্কুটারের মালিকানার পূর্ণ আনন্দ দিতে পারব বলে আত্মবিশ্বাসী।”

প্রসঙ্গত, সিম্পল ওয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। কেবলমাত্র এর ব্যাটারি সেল বিদেশ থেকে আমদানি করা। এটি দেশের প্রথম ইলেকট্রিক স্কুটার, যাতে রয়েছে আইআইটি ইন্দোরের সঙ্গে যৌথভাবে তৈরি থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম। অন্যান্য ফিচার হিসাবে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল, অ্যাপের মাধ্যমে ভেহিকেল টেলিমেটিক্সের সুবিধা উল্লেখযোগ্য।

Simple One-এর সাথে রয়েছে একটি ৭৫০ ওয়াট চার্জার। যার দ্বারা ০ থেকে ৮০ শতাংশ চার্জ ৫ ঘন্টা ৫৪ মিনিটে করা যায়। বর্তমানে সংস্থাটি ভারতে তাদের আউটলেটের সম্প্রসারণ ঘটানোর কাজ চালাচ্ছে। আগামীতে ৪০ থেকে ৫০টি শহরে ১৬০ থেকে ১৮০টি ডিলারশিপ উদ্বোধনের লক্ষ্যমাত্রা স্থির করেছে সিম্পল এনার্জি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন