Simple One ইলেকট্রিক স্কুটার লঞ্চের অপেক্ষায় গোটা দেশ, বাজারে আসার আগেই আলোড়ন, 65,000 অগ্রিম বুকিং
তাদের ফ্লাগশিপ ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান (Simple One)-এর হাত ধরে গত বছর স্বাধীনতা দিবসের দিন দেশের দু'চাকা...তাদের ফ্লাগশিপ ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান (Simple One)-এর হাত ধরে গত বছর স্বাধীনতা দিবসের দিন দেশের দু'চাকা বৈদ্যুতিক গাড়ির জগতে পা রেখেছিল সিম্পল এনার্জি (Simple Energy)। প্রায় এক বছর পূর্ণ হওয়ার আগে অবশেষে টেস্ট রাইড চালু করেছে সংস্থাটি। প্রথমে বেঙ্গালুরুতে শুরু হয়ে এখন চেন্নাইয়ে সেই কর্মসূচী চলছে। ই-স্কুটার চালিয়ে পরখ করে বেশ খুশি ক্রেতারা। সন্তুষ্টি প্রকাশ করেছেন অটো জার্নালিষ্টরাও। প্রাথমিক ভাবে দেশের ১৩টি শহরে সিম্পল ওয়ান উপলব্ধ হবে। প্রথমে সেপ্টেম্বর বললেও ডেলিভারি শুরু হতে অক্টোবর লেগে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগেই ১১ মাসের মধ্যে ৬৫,০০০ অগ্রিম বুকিং পাওয়ার কথা ঘোষণা করল সিম্পল এনার্জি।
প্রসঙ্গত, গত বছর লঞ্চের পরপরই ১৯৪৭ টাকায় প্রি-বুকিং চালু করেছিল তারা। এক সপ্তাহের মধ্যেই বুকিং ৩০,০০০ ছাড়িয়ে যায়৷ আর এখন সেটা দ্বিগুণের বেশি। যদিও এপ্রিল মাসেই সেটা ৫৫,০০০ স্পর্শ করেছিল বলে বিবৃতি প্রকাশ করা হয়। অগ্রিম বুকিং থেকেই আয় হয়েছে ১২.৬৫ কোটি টাকা। তাদের মতো অপেক্ষাকৃত অচেনা সংস্থার বৈদ্যুতিক স্কুটার কিনতে এত মানুষের আগ্রহ দেখে কার্যত আপ্লুত সিম্পল এনার্জি।
সংস্থার জন্মস্থান বেঙ্গালুরু শহরে প্রথম টেস্ট রাইড সম্পন্ন হওয়ার পর চেন্নাই, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র (মুম্বই ও পুণে), পানাজি, আমেদাবাদ, ইন্দোর-সহ বেশ কিছু শহর ঘুরে ১৫ সেপ্টেম্বর ওড়িশায় তার পরিসমাপ্তি ঘটবে। এছাড়াও, পরবর্তীতে দেশের বিভিন্ন শহরেও টেস্ট রাইডের আয়োজন করা হবে। উল্লেখ্য, এক চার্জে ২০৩ কিলোমিটার পথ চলতে সক্ষম সিম্পল ওয়ানের বেস ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা। আবার ৩০০ কিলোমিটার রেঞ্জের আরও উন্নত ভার্সনের মূল্য ১,৪৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
সিম্পেল ওয়ানে থাকা ৮.৫ কিলোওয়াট মোটর ৭২ এনএম টর্ক উৎপাদনে করতে পারে। যা ভারতে বিক্রিত ব্যাটারিচালিত ই-স্কুটারগুলির মধ্যে সর্বোচ্চ। ০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে সময় নেয় মাত্র ২.৭৭ সেকেন্ড। অর্থাৎ পিকআপও বেস্ট ইন সেগমেন্ট। ঘন্টা প্রতি সর্বোচ্চ ১০৫ কিমি গতিবেগে ছুটতে সক্ষম। ব্ল্যাক, রেড, ব্লু ও হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।