Simple Energy-র ই-স্কুটার স্রেফ ১ মিনিটের চার্জে চলবে ২.৫ কিমি, দাবি ঘিরে শোরগোল

সিম্পল এনার্জি (Simple Energy)। বেঙ্গালুরুর এই ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপের নাম সিম্পল হলেও কাজকর্ম অত্যন্ত জটিল। ১৫...
SHUVRO 9 Aug 2021 4:28 PM IST

সিম্পল এনার্জি (Simple Energy)। বেঙ্গালুরুর এই ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপের নাম সিম্পল হলেও কাজকর্ম অত্যন্ত জটিল। ১৫ আগস্ট, দেশের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হতে চলা সংস্থাটির প্রথম প্রিমিয়াম স্কুটার, সিম্পল ওয়ান (Simple On
e)-এর মধ্যে সাধারণ বলতে কিছুই নেই। যা আছে সবই অসাধারণ! যেমন ২৪০ কিলোমিটারের রাইডিং রেঞ্জ, স্মার্টফোন কানেক্টিভিটি, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট কনসোল, প্রভৃতি। লঞ্চ হওয়ার পর সিম্পল ওয়ান ভারতের দ্রুততম ইলেকট্রিক স্কুটারের আখ্যা পাবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। আবার লঞ্চের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ফলে সিম্পল এনার্জি আজ তাদের আসন্ন ই-স্কুটারটি সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছে।

প্রিমিয়াম সেগমেন্টে সবচেয়ে বড় বুট স্টোরেজ Simple One ই-স্কুটারে

সিম্পল এনার্জির দাবি, এই সেগমেন্টে সবচেয়ে বড় বুট স্টোরেজ থাকছে সিম্পল ওয়ানে। এই ইলেকট্রিক স্কুটারে ৩০ লিটারের বুট স্পেস থাকবে বলে সংস্থাটি জানিয়েছে। ফলে ফুটবোর্ডের নীচে রিমুভেবল ব্যাটারি থাকবে বলে ধরে নেওয়া যায়।

Simple Loop ফাস্ট চার্জিং পয়েন্টে এবং এর বিশেষত্ব

ই-স্কুটারের জন্য সিম্পল লুপ (Simple Loop) নামে ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করবে সিম্পল এনার্জি। এই চার্জিং পয়েন্টগুলিতে মাত্র ১ মিনিটের চার্জে সিম্পল ওয়ান ২.৫ কিমি চলার শক্তি পাবে। ভারতজুড়ে আগামী কয়েক মাসের মধ্যে এরকম তিনশোর বেশি সিম্পল লুপ ফার্স্ট চার্জিং স্টেশন গড়ে তুলবে সিম্পল এনার্জি। জানা গেছে অন্য কোম্পানির ই-স্কুটার চার্জের জন্য ব্যবস্থা থাকবে সিম্পল লুপে।

কোম্পানির তরফে আগেই নিশ্চিত করা হয়েছিল, সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারে ৪.৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। ইকো মোডে স্কুটারটি একটানা ২৪০ কিলোমিটার চলতে পারবে। সিম্পল ওয়ানের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি হবে। ০-৫০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সময় নেবে মাত্র ৩.৬ সেকেন্ড।

প্রথম ধাপে ভারতের ১৩টি রাজ্যে লঞ্চ হবে Simple One ই-স্কুটার

কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পঞ্জাব – কোম্পানির ফেজ-১ প্ল্যান অনুসারে ভারতের এই ১৩টি রাজ্যে সিম্পল এনার্জি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে।

Simple Energy-র ফ্যাক্টরি

প্রথম পর্যায়ে তামিলনাড়ুর হোসুরে ২ লক্ষ স্কোয়ার ফুট জমির উপর কারখানা তৈরি করছে সিম্পল এনার্জি। ২০২১ শেষ হওয়ার আগেই এই কারখানাতে উৎপাদন শুরু করা সম্ভব বলে মনে করছে তারা। বছরে প্রায় ১০ লক্ষ ই-স্কুটার তৈরি হবে এই কারখানায়। এখানে প্রায় ১ হাজার জনের কর্মসংস্থান হবে। এছাড়া আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে নিজেদের ই-স্কুটার লঞ্চ করার জন্য ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা।

Simple One সম্ভাব্য দাম ও বুকিং

সিম্পল ওয়ানের দাম ১.১০ লাখ থেকে ১.২০ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে। আবার ফেম-টু ভর্তুকি পেলে ক্রেতারা আরও কমে সেটি কেনার সুযোগ পাবেন।

সিম্পল এনার্জির সিইও সুহাস রাজকুমার (Suhas Rajkumar) জানিয়েছেন, ১৫ অগাস্ট থেকে শুরু হবে তাদের ফ্ল্যাগশিপ স্কুটারের প্রি বুকিং।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story