Simple One E-Scooter: এক চার্জে 300 কিমি, এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হচ্ছে এপ্রিলেই
বেঙ্গালুরুর টু-হুইলার স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের চূড়ান্ত পর্যায়ের...বেঙ্গালুরুর টু-হুইলার স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, তাদের দীর্ঘ প্রতিক্ষিত ওয়ান (One) ই-স্কুটারটি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে লঞ্চ হতে চলেছে। ২০২১ সালের ১৫ আগস্ট সিম্পল ফ্ল্যাগশিপ মডেলটি প্রথম প্রদর্শন করেছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি এতদিন বাজারে আনা হয়নি। তবে এবারে Simple One-এর আপডেটেড মডেলটি কিছুটা বর্ধিত মূল্যে ভারতের বাজারে আসতে চলেছে।
সম্প্রতি সিম্পল এনার্জি তামিলনাড়ুতে তাদের নতুন ইলেকট্রিক টু-হুইলার তৈরির কারখানার উদ্বোধন করেছে। যার নাম – Simple Vision 1.0। যার জন্য সংস্থাটি ২ কোটি ডলার বা প্রায় ১৬৪.৫ কোটি টাকা লগ্নি করার কথা জানিয়েছে। এর আগে সিম্পল বলেছিল ইতিমধ্যেই তাদের নতুন স্কুটারটি এক লক্ষের বেশি বুকিং পেয়েছে, এবং এই বিনিয়োগের ফলে তার উৎপাদন ও ডেলিভারিতে গতি ত্বরান্বিত করা যাবে।
Simple One দাম
সংস্থা সূত্রে খবর, সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি সর্বপ্রথম বেঙ্গালুরুতেই শুরু হবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও পা রাখবে ই-স্কুটারটি। তবে ডেলিভারিতে জোগান-শৃঙ্খলের সমস্যা কিছুটা প্রভাব ফেলতে পারে। এদিকে মূল্য বৃদ্ধির প্রসঙ্গে বলা হয়েছে, লঞ্চের পর সরকারের তরফে জারি হওয়া যন্ত্রাংশের নতুন বিধির কারণে দাম বাড়ানো হয়েছে। One-এর দর ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা এর প্রতিপক্ষ Ather 450X, Ola S1 Pro-এর দামের কাছাকাছি। এদিকে গত বছর সিম্পল তাদের ই-স্কুটার One-এর টপ-স্পেক ভার্সন লঞ্চ করেছিল। ৩০০ কিমি রেঞ্জের মডেলটির মূল্য ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।
Simple One ব্যাটারি, রেঞ্জ ও মোটর
Simple One-এর হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে এতে রয়েছে একটি ৪.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে যেটির ২৩৬ কিলোমিটার পথ অতিক্রম করার সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এর বাস্তবিক রেঞ্জ ২০৩ কিলোমিটার। ৩০০ কিমি রেঞ্জ প্রদানকারী ভার্সনটিতে একটি দ্বিতীয় ব্যাটারি যোগ করা হয়েছে। শক্তি জোগতে দেওয়া হয়েছে একটি আপগ্রেডেড ৮.৫ কিলোওয়াট মোটর। যা থেকে ৭২ এনএম টর্ক পাওয়া যাবে।
Simple One ফিচার্স
Simple One-এর ফিচারের তালিকায় উপস্থিত অল এলইডি লাইটিং, ৪-জি এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিজিটাল কনসোল, যেখান থেকে গান বাজানোর পাশাপাশি কল করা যাবে। এতে যাওয়া হয়েছে অনবোর্ড নেভিগেশন এবং বিভিন্ন রাইডিং মোড। আবার কোম্পানির ফাস্ট চার্জিং নেটওয়ার্ক থেকে ফাস্ট চার্জিংয়ের পরিষেবা মিলবে। চারটি কালারের উপলব্ধ স্কুটারটি – অ্যাজিওর ব্লু, ব্র্যাজেন ব্ল্যাক, গ্রেস হোয়াইট এবং নাম্মা রেড।