Simple One নাকি Ather 450X? পারফরম্যান্স ও মাইলেজে কে সেরা? কোন স্কুটার কিনলে লাভ

প্রায় দু’বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হয়েছে Simple One ইলেকট্রিক স্কুটার। রেঞ্জের দিক থেকে সকলের গতে বাঁধা ধারণা বদলে দিয়েছে এটি। বর্তমানে সিম্পল ওয়ান…

প্রায় দু’বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হয়েছে Simple One ইলেকট্রিক স্কুটার। রেঞ্জের দিক থেকে সকলের গতে বাঁধা ধারণা বদলে দিয়েছে এটি। বর্তমানে সিম্পল ওয়ান দেশের সবচেয়ে হাই-রেঞ্জ ই-স্কুটারের মধ্যে অন্যতম। ডিজাআনের নিরিখে সিম্পল এনার্জি (Simple Energy)-র এই মডেলটি অনেকাংশেই প্রতিপক্ষ Ather 450X-কে অনুসরণ করেছে। এখন প্রশ্ন, এদের মধ্যে কোন মডেলটি দাম ও বৈশিষ্ট্যের বিচারে কয়েক কদম এগিয়ে রয়েছে? জানতে হলে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন।

Simple One vs Ather 450X – ডিজাইন

প্রথমজন ঝলকে মনে হবে Simple One vs Ather 450X-এর ডিজাইন একই। দুটিতেই রয়েছে অ্যাঙ্গুলার এবং স্পোর্টি স্টাইল। তবে Simple One-এর সামনের অংশ সামান্য চওড়া এবং রয়েছে অনন্য ডিআরএল। যা স্কুটারটিকে Ather 450X-এর থেকে আলাদা করেছে।
অন্যদিকে Ather 450X ডিজাইনগত দিক থেকে বাজারে উপলব্ধ অন্যান্য স্কুটারের থেকে নিজেকে আলাদা করেছে। স্পোর্টি স্টাইল সহ মিনিম্যালিস্টিক ডিজাইন লক্ষ্য করা যায়। বডি ট্রিমে বাড়তি তেমন কিছু নেই বললেই চলে।

Simple One vs Ather 450X – ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স

Hero Vida V1-এর মতো ব্যাটারি সেটআপ নিয়ে এসেছে Simple One। এতে হাইব্রিড সিস্টেম বর্তমান, যা ফিক্সড এবং রিমুভেবল অপশন অফার করে। এর ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে ফুল চার্জে ২১২ কিলোমিটার রেঞ্জ মিটবে বলে দাবি করেছে সিম্পল এনার্জি। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৭ সেকেন্ডে তোলা যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটার।

অন্যদিকে, Ather 450X মডেলটিতে রয়েছে একটি ৩.৪ কিলোওয়াট আওয়ার ফিক্সড ব্যাটারি প্যাক। যা থেকে পুরোপুরি চার্জে ১৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ মেলে। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার।

চার্জিং টাইমের প্রসঙ্গে বললে, সিম্পল ওয়ান-এর বদলযোগ্য ব্যাটারিটি ২ ঘন্টা ৭ মিনিটে এবং ফিক্সড ব্যাটারিটি ৩ ঘন্টা ৪৭ মিনিটে ফুল চার্জ করা যাবে। যেখানে এথার ৪৫০এক্স-এর ব্যাটারি বাড়িতে সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা ৪০ মিনিট সময় নেয়।

Simple One vs Ather 450X – ফিচার্স এবং যন্ত্রাংশ

সিম্পল ওয়ান ও এথার ৪৫০এক্স – দুই স্কুটারেই টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, উভয় চাকায় ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চি হুইল, ফিচার রাইড মোড, কানেক্টিভিটি ফিচার যেমন নেভিগেশন ও স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি বৃহৎ টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল উপস্থিত। আমাদের পরামর্শ অনুযায়ী Ather 450X আপনার জন্য লাভবান হবে। কারণ এটি দীর্ঘদিন ধরে অসংখ্য ক্রেতার মন জিতেছে। Simple One লঞ্চ হওয়ায় এর পারফরম্যান্স সম্পর্কে এখনও ওয়াকিবহল হওয়া যায়নি।