সদ্য লঞ্চ হওয়া Simple One নাকি Ola S1 Pro? কোন ইলেকট্রিক স্কুটার কিনলে বেশি লাভ

ভারতের বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় নতুন সদস্য হিসেবে সদ্য লঞ্চ হয়েছে Simple One। এর দাম ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)...
SUMAN 25 May 2023 9:57 PM IST

ভারতের বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় নতুন সদস্য হিসেবে সদ্য লঞ্চ হয়েছে Simple One। এর দাম ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এদেশে স্কুটারটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Ola S1 Pro। এখন যেই প্রশ্নটি স্বভাবতই ক্রেতাদের মনে দেখা দিয়েছে তা হল, এই দুটির মধ্যে কোন মডেলটি এগিয়ে? এর উত্তর পেতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Simple One vs Ola S1 Pro - ডিজাইন

সিম্পল ওয়ান-এর ডিজাইন দেখে অনেকেই Ather 450-এর সাথে গুলিয়ে ফেলতে পারেন। আবার ফিচারের দিক থেকেও এটি Ather 450-কে অনুসরণ করেছে। স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি ত্রিকোণাকার হেডলাইট এবং সম্মুখে অ্যাঙ্গুলার ডিজাইন। কেবল স্লিক ডিআরএল লক্ষ্য করলে বোঝা যাবে যে এটি Ather 450 নয়।

অন্যদিকে Ola-র ডিজাইনে একটি নিজস্বতা বজায় রাখা হয়েছে। এতে উপস্থিত অনন্য হেডলাইট সেটআপ, একটি লো স্লাঙ্গ ডিজাইন, এবং ভাইব্রেন্ট কালার। ডিজাইন দেখে হাজার ভিড়ের মধ্যেও এটি আলাদা ভাবে চিনে নেওয়া খুবই সহজ। এর আধুনিকতার সাথে ক্লাসি ডিজাইন ক্রেতাদের আকর্ষণ করে।

Simple One vs Ola S1 Pro - ব্যাটারি, রেঞ্জ ও চার্জিং

২০২১-এ প্রথম আত্মপ্রকাশের পর থেকে গত বছর এবং ২০২৩-এ Simple One-এর ব্যাটারি প্যাক দু'বার আপগ্রেড করা হয়েছে। এতে এখন দেওয়া হয়েছে হাইব্রিড সেটআপ – একটি ফিক্সড এবং একটি রিমুভেবল ইউনিট। ৫ কিলোওয়াট ব্যাটারি প্যাকটি ফুল চার্জে ২১২ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর ২.৭ সেকেন্ড সময় লাগবে। ই-স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার। ফিক্সড ব্যাটারিটি ৩ ঘন্টা ৪৭ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে। যেখানে রিমুভেবল ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ২ ঘন্টা ৭ মিনিট।

অন্যদিকে, ওলা এস১ প্রো-এর ৪ কিলোওয়াট আওয়ার নন-রিমুভেবল ব্যাটারিটি ফুল চার্জে ১৮১ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এটি ০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় নেয় ২.৯ সেকেন্ড। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৬ কিলোমিটার। এস১ প্রো-এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৬ ঘন্টা ৩০ মিনিট।

ফিচার্স ও যন্ত্রাংশ

Simple One-এ দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, দু’চাকায় ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চি হুইল, মোনোশক রিয়ার, ফুল এলইডি লাইটিং, এবং কানেক্টিভিটি ফিচার সহ একটি বৃহৎ টিএফটি ড্যাশ। যেখানে Ola S1 Pro-তে উপস্থিত একটি অনন্য ফ্রন্ট সাসপেনশন, উভয় চাকায় ডিস্ক ব্রেক, ফুল এলইডি লাইটিং, বড় টিএফটি ড্যাশ, ফ্ল্যাশ লাইট সহ নতুনত্ব পার্টি মোড।

এখন বিষয় হচ্ছে, কোন স্কুটারটিকে না বুদ্ধিমানের কাজ? সে দিক থেকে বলতে গেলে Ola S1 Pro কিছুটা হলেও বাস্তবিকতার দিক থেকে এগিয়ে রয়েছে। আর Simple One সদ্য বাজারে আশায় স্কুটারটির পারফরম্যান্স সম্পর্কে ক্রেতারা এখনও ওয়াকিবহাল নয়। ফলে এই মুহূর্তে ওলার দিকেই পাল্লা ভারী।

Show Full Article
Next Story