Skoda SUV: টাটা-মারুতিকে টেক্কা দিতে তৈরি এই মেড ইন ইন্ডিয়া এসইউভি, লঞ্চ হবে সস্তায়

গোটা বিশ্বের বুকে ভারতের গাড়ির বাজারের মূল্য সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। এই সম্ভাবনাপূর্ণ বাণিজ্য ক্ষেত্রে প্রতিনিয়ত...
techgup 27 Feb 2024 7:26 PM IST

গোটা বিশ্বের বুকে ভারতের গাড়ির বাজারের মূল্য সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। এই সম্ভাবনাপূর্ণ বাণিজ্য ক্ষেত্রে প্রতিনিয়ত লঞ্চ করে চলেছে নিত্যনতুন সব চার চাকা। সাম্প্রতিককালে ভারতীয় গ্রাহকদের মধ্যে সাব-কম্প্যাক্ট এসইউভি কেনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে নিজেদের নতুন সাব-কম্প্যাক্ট এসইউভি এদেশে লঞ্চ করতে চলেছে চেক রিপাবলিকের জনপ্রিয় গাড়ি নির্মাতা Skoda Auto। এই নতুন গাড়িটি ভারতের মাটিতেই তৈরি করা হবে। ২০২৫ সালের মার্চের মধ্যে হবে অফিশিয়াল লঞ্চ।

Skoda Kushaq এবং Slavia ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে এদেশে। সেই ধারা বজায় রাখতে স্কোডা এর নতুন এসইউভি গাড়িটিও MQB A0 প্ল্যাটফর্মের উপরেই নির্ভর করে তৈরি করা হচ্ছে। সংস্থার দাবি, আপকামিং মডেলটি এমন সব ফিচার্স অফার করবে, যা এই সেগমন্টে দেখা যায়নি। পাশাপাশি ফাইফ স্টার সেফটি রেটিংয়ের টার্গেটও রাখা হচ্ছে। স্থানীয়ভাবে গাড়ির যন্ত্রপাতি সংগ্রহ করার ব্যবস্থায় মনোযোগ দেবে স্কোডা। এর ফলে ভারতের প্রতিযোগিতা পূর্ণ বাজারে আকর্ষণীয় দামে লঞ্চ করা যাবে। চলুন স্কোডার নতুন সাব-কম্প্যাক্ট এসইউভি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Skoda Sub-Compact SUV: ইঞ্জিন স্পেসিফিকেশন

ইঞ্জিনের বৈশিষ্ট্যের কথা বলতে গেলে চেক রিপাবলিকের এই নির্মাতা তৈরি আগত নতুন এসইউভি মডেলটিতে চালিকাশক্তি সরবরাহ করবে ১.০ লিটারের TSI ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১১০ বিএইচপি শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে। স্কোডা এর জনপ্রিয় দুটি গাড়ি Kushaq এবং Slavia তে ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনের বৃহৎ সংস্করণ- ১.৫ লিটারের TSI ইঞ্জিন।

Skoda Sub-Compact SUV: প্রতিদ্বন্দ্বী

এই মুহূর্তে ভারতীয়দের পছন্দের সঙ্গে পাল্লা দিতে এদেশের বাজারে বিভিন্ন নির্মাতার তৈরি সাব কম্প্যাক্ট এসইউভির সংখ্যা প্রচুর। এর মধ্যে প্রথম দিকের কয়েকটি গাড়ি হল- Maruti Suzuki Brezza, Tata Nexon এবং Hyundai Venue। ভারতে স্কোডা এর নতুন এসইউভি লঞ্চের পর এই সমস্ত মডেলগুলির সঙ্গে তাকে টক্কর নিতে হবে। তাছাড়াও স্কোডা সম্ভবত ভারতে তৈরি তাদের এই নতুন গাড়িটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার পূর্ব ও উত্তরাঞ্চলে রপ্তানি করার ব্যবস্থা করবে।

Show Full Article
Next Story