জার্মান গাড়ি কিনতে ভিড় ভারতীয়দের, ১০ দিনেই ১০ হাজার বুকিং, এত চাহিদার রহস্য?
ভারতে নতুন গাড়ি লঞ্চ করেছে Skoda। সেই গাড়ির বুকিং শুরু হতে মাত্র ১০ দিনে ১০ হাজার বুকিং পেল কোম্পানি। Skoda Kylaq কোম্পানির লাইনআপে অন্যতম সস্তা মডেল।
চলতি মাসে শুরু হয়েছে Skoda Kylaq গাড়ির বুকিং। এই জার্মান গাড়ির (স্কোডার মালিক ভোক্সওয়াগেন) প্রতি মানুষের আগ্রহ দেখার মতো। ১০ দিনে ১০ হাজার বুকিং জমা পড়েছে গাড়িটির জন্য। দেশে স্কোডা কাইলাক-এর দাম শুরু হয়েছে ৭.৮৯ লক্ষ টাকা থেকে। এটি কোম্পানির সবথেকে সস্তা SUV। কোম্পানি জানিয়েছে, গাড়ির ডেলিভারি শুরু হবে আগামী বছর জানুয়ারি থেকে।
১০ দিনে ১০ হাজার বুকিং পেল Skoda Kylaq
SUV বাজারে টাটা, মাহিন্দ্রা, মারুতিকে টক্কর দিতে এসেছে Skoda Kylaq। দেশে এই গাড়ির প্রতিপক্ষ রয়েছে - Tata Nexon, Maruti Suzuki Brezza, Kia Sonet, Hyundai Venue এবং Mahindra XUV 3XO। মডেলটির দাম ৭.৮৯ লাখ থেকে ১৪.৪০ লাখ টাকা (এক্স-শোরুম)। ২৭ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে গাড়ির ডেলিভারি।
Skoda Kylaq : ইঞ্জিন ও ফিচার্স
এই গাড়িতে রয়েছে ১ লিটার পেট্রল ইঞ্জিন, যা থেকে ১১৩ হর্সপাওয়ার এবং ১৭৯ এনএম পিক টর্ক শক্তি উৎপন্ন হতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড টর্ক কনভার্টার গিয়ারবক্স। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে LED হেডলাইট, LED টেললাইট, সামনের সিটে ভেন্টিলেশন, ডুয়াল স্পোক মাল্টিফাংশান স্টিয়ারিং হুইল, ইলেকট্রিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি।
অন্য দিকে, কেবিনের ভিতরে মিলবে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ৮ ইঞ্চি ভার্চুয়াল ককপিট ইত্যাদি। কাইলাক-এর বুট ক্যাপাসিটি ৪৪৬ লিটার এবং পিছনের সিট ফোল্ড করলে পাওয়া যাবে ১,২৬৫ লিটার। সেফটির জন্য ২৫টি উন্নত ফিচার্স রয়েছে এতে। যার মধ্যে উল্লেখযোগ্য ৬টি এয়ারব্যাগ, মাল্টি-কলিসন ব্রেক, অ্যান্টি লক ব্রেক, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইত্যাদি।
ভারতে নতুন গাড়ি লঞ্চ করেছে Skoda। সেই গাড়ির বুকিং শুরু হতে মাত্র ১০ দিনে ১০ হাজার বুকিং পেল কোম্পানি। Skoda Kylaq কোম্পানির লাইনআপে অন্যতম সস্তা মডেল।