Skoda Superb Discount

স্টক খালি করতে অবিশ্বাস্য অফার, 18 লক্ষ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই গাড়ি

উৎসবের মরশুম চলাকালীন গাড়ির উপর ছাড় দিয়ে থাকে কোম্পানিগুলি। সর্বোচ্চ 2-3 লক্ষ টাকা ছাড় পাওয়া যায়। কিন্তু সবাইকে অবাক করে...
Suvrodeep Chakraborty 22 Dec 2024 4:07 PM IST

উৎসবের মরশুম চলাকালীন গাড়ির উপর ছাড় দিয়ে থাকে কোম্পানিগুলি। সর্বোচ্চ 2-3 লক্ষ টাকা ছাড় পাওয়া যায়। কিন্তু সবাইকে অবাক করে বছরের শেষে 18 লক্ষ টাকার ছাড়ে স্কোডা কোম্পানির গাড়ি পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। Skoda Superb গাড়িতে পাওয়া যাবে অফারটি। এই জার্মান কোম্পানি বর্তমানে দেশে একাধিক প্রিমিয়াম মডেল বিক্রি করে। তার মধ্যে একটি হল সুপার্ব।

Skoda Superb গাড়িতে 18 লক্ষ টাকা ছাড়

কোম্পানির দাবি অনুযায়ী, গাড়ির তৃতীয় প্রজন্মের সমস্ত ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এখনও কিছু ডিলারদের কাছে ইমপোর্ট মডেলের স্টক রয়েছে। সেই সমস্ত গাড়ি 15-18 লক্ষ টাকা ছাড় সহ পাওয়া যাচ্ছে। বাজারে গাড়িটির এক্স-শোরুম দাম 54 লক্ষ টাকা। জানা গিয়েছে, 100টি গাড়ি আনা হয়েছিল দেশের বাজারে। তার মধ্যে এখনও 20-25টি ইউনিট বিক্রি হয়নি। সেই স্টক দ্রুত খালি করতে এই অফার।

সূত্রের দাবি, কিছু কিছু ডিলাররা 18 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে গাড়ির উপর। গত বছর এপ্রিলে BS6 ফেজ-2 নিয়ম আসার পর স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা মডেলটির বন্ধ করে দেওয়া হয়। আর চলতি বছর এপ্রিলে রি-লঞ্চের সময় সম্পূর্ণ তৈরি অবস্থায় যে গাড়িগুলি দেশে আমদানি হয়েছিল তাতে রয়েছে গুচ্ছের ফিচার্স। যেমন ডাইনামিক চেসিস কন্ট্রোল, অ্যাক্টিভ টায়ার প্রেশার মনিটর, 9টি এয়ারব্যাগ, 9 ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম ইত্যাদি।

উল্লেখযোগ্য বিষয় হল, সমস্ত ট্যাক্স ধরে দেশের বেশিরভাগ শহরে স্কোডা সুপার্বের দাম বর্তমানে প্রায় 38 লক্ষ টাকা। সেই তুলনায় 48 লক্ষে সম্প্রতি লঞ্চ হয়েছে Toyota Camry। মাইলেজ, লাক্সারি, ফিচার্স ইত্যাদি বিভাগে যাকে দামের বিচারে টেক্কা দিচ্ছে বন্ধ হয়ে যাওয়া স্কোডা সুপার্ব। তবে এই বিরাট ছাড়ের পর গাড়িটি কেনা ঠিক হবে কিনা সেটা সম্পূর্ণ গ্রাহকদের সিদ্ধান্ত।

Show Full Article
Next Story