দেশীয় প্রযুক্তিতে 1 লক্ষ ট্র্যাকশন মোটর বানিয়ে নজির, Sona Comstar পেল 913 কোটি টাকার অর্ডার

বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারিতে থাকা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার কাজটি করে এর মধ্যে থাকা ট্র্যাকশন মোটর। ইলেকট্রিক ভেহিকেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশ তৈরিতে সুখ্যাতি…

বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারিতে থাকা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার কাজটি করে এর মধ্যে থাকা ট্র্যাকশন মোটর। ইলেকট্রিক ভেহিকেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশ তৈরিতে সুখ্যাতি রয়েছে সোনা কমস্টার (Sona Comstar)-এর। ২০২০ সালে দেশীয় প্রযুক্তিতে এই ধরনের মোটরের উৎপাদন শুরু করেছিল তারা। আর আগস্টে তার প্রোডাকশন ১ লক্ষ স্পর্শ করার ঘোষণা করল সংস্থাটি। স্বাভাবিকভাবেই এই মাইলফলক অর্জন করে উচ্ছ্বসিত সংস্থাটির আধিকারিক থেকে কর্মীরা।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির তরফে জানানো হয়েছে, “আমাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট দল বৈদ্যুতিক ট্র্যাকশন মোটর ডিজাইন ও তৈরি করার কাজ শুরু করে ২০২০ সাল থেকে। সে বছরের নভেম্বর মাসে দেশীয় প্রযুক্তিতে মোটরটির উৎপাদন চেন্নাইয়ের কারখানায় শুরু করি আমরা। দীর্ঘ ১৭ মাস লেগে যায় ৫০,০০০ ইউনিট তৈরি করতে। কিন্তু বাকি ৫০,০০০ ইউনিট তৈরি করতে আমাদের সময় লেগেছে মাত্র চার মাস।”

এখন সোনা কমস্টারের প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক টু-হুইলার এবং থ্রি-হুইলার গাড়ির বিভিন্ন ধরনের ট্র্যাকশন মোটর ও কন্ট্রোলার। Motor T পরিবারের অন্তর্ভুক্ত তাদের তৈরি ট্র্যাকশন মোটর ও কন্ট্রোলারগুলি ৪৮ ভোল্ট শ্রেণীতে সর্বাধিক এফিশিয়েন্সি, পাওয়ার এবং টর্ক ডেনসিটি সরবরাহ করে।

সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মোহান গুপ্ত বলেন, “এই মাইল ফলক ছোঁয়ার জন্য আমাদের গোটা দলকে ধন্যবাদ জানাই। তার সাথে যে সকল গ্রাহক আমাদের তৈরি পণ্যের উপর স্থির বিশ্বাস বজায় রেখেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। এই ট্র্যাকশন মোটর ও কন্ট্রোলারগুলি আমাদের গবেষণা ও উন্নয়ন দল নিজেরাই বানিয়েছে।”

এদিকে সম্প্রতি দেশের অন্যতম নামকরা এক টু-হুইলার নির্মাতা তাদেরকে ৯১৩ কোটি টাকা মূল্যের ট্র্যাকশন মোটর সরবরাহের বরাত দিয়েছে। এর ফলে সোনা কমস্টারের অর্ডারবুকের মোট মূল্য দাঁড়িয়েছে ২০,৫০০ কোটি টাকা। আবার বরাতের মধ্যে দুই তৃতীয়াংশ ইলেকট্রিক ভেহিকেলের জন্য। বর্তমানে সংস্থারটি আয়ের ৪ শতাংশই আসছে ট্র্যাকশন মোটর ও কন্ট্রোলার থেকে।