Solar Car: সূর্যের আলো থেকে শক্তি নিয়ে চলবে এমন গাড়ি নিয়ে এল জার্মান সংস্থা, দাম সবচেয়ে সস্তা

হালে আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম গাড়ি শিল্পেও প্রভাব ফেলছে। গাড়িতে তেল ভরাতে রীতিমতো নাকানি-চুবানি খেতে হচ্ছে...
SUMAN 26 July 2022 2:06 PM IST

হালে আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম গাড়ি শিল্পেও প্রভাব ফেলছে। গাড়িতে তেল ভরাতে রীতিমতো নাকানি-চুবানি খেতে হচ্ছে মানুষকে। অবশ্যম্ভাবী ফলস্বরূপ অনেকেই পেট্রোল-ডিজেল চালিত যানবাহনের থেকে মুখ ফিরিয়েছেন। আপন করছেন একটি বিকল্প জ্বালানির গাড়ি। কিন্তু তাতেও পাম্পে যাওয়ার হাত থেকে নিস্তার নেই। সে বৈদ্যুতিক চার্জিং স্টেশনই হোক বা সিএনজি পাম্প, গাড়ির মডেল অনুযায়ী মোটর বা ইঞ্জিনকে চালাতে চার্জিং স্টেশন বা পাম্পের মুখাপেক্ষী হয়েই থাকতে হচ্ছে। যদিও বৈদ্যুতিক গাড়ি বাড়িতেও চার্জ করানো যায়, কিন্তু তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এ ক্ষেত্রে নিস্তারের পথ দেখাতে শুরু করেছে অত্যাধুনিক সৌরশক্তি চালিত ইলেকট্রিক গাড়ি। এতে না থাকে পরিবেশ দূষণেরও বালাই, না তো রেঞ্জের চিন্তা। হ্যাঁ, এবার তেমনই একটি গাড়ি সামনে আনল জার্মান স্টার্টআপ সোনো মোটর (Sono Motor)। Sion নামক সেই সোলার গাড়ির গণ উৎপাদন শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূর্যের আলো থেকে শক্তি নিয়ে চলা শক্তি চালিত Sono Sion-এর ব্যাটারি সাধারণ বৈদ্যুতিক গাড়ির মতোই আলাদাভাবেও চার্জ দেওয়ার সুবিধা থাকছে। তারা জানিয়েছে, সামনের বছর থেকে উৎপাদন শুরু করা হবে। গাড়িটির সারা শরীর জুড়ে থাকা ৪৫৬টি সোলার সেল এক সপ্তাহে ১১২ কিমি পথ চলার অতিরিক্ত শক্তি সরবরাহ করবে। আবার ৫৪ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি পুরোপুরি চার্জে ৩০০ কিলোমিটার চলতে পারবে বলে দাবি করেছে সোনো।

যদিও Sion-এর পারফরম্যান্স সম্পর্কে কোনো তথ্য জানায়নি সংস্থা। কেবল আগামী সাত বছরে গাড়িটির ২.৫ লক্ষ ইউনিট উৎপাদনের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সংস্থা সূত্রে খবর ইতিমধ্যেই সোলার প্যানেল যুক্ত গাড়িটি ১৯,০০০ বুকিং পেয়েছে। এটি রিজার্ভ করার জন্য লাগছে ২,২২৫ ডলার (১.৭৭ লক্ষ টাকা)। গাড়িটির রেঞ্জ বৃদ্ধির জন্য সোলার প্যানেলের ভূমিকা অনস্বীকার্য। তাই চূড়ান্ত মডেলের দাম সূক্ষ্মভাবে বিবেচনার পরই নির্ধারণ করবে সোনো।

জল্পনা শোনা যাচ্ছে যে, সোনো মোটর তাদের এই নতুন প্রযুক্তির গাড়ির দাম ২৫,০০০ ডলার ধার্য করতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯.৯ লক্ষ টাকা। অনুমান, এটি চূড়ান্ত দাম হলে বিশ্বের সবচেয়ে সস্তা সৌরশক্তি চালিত গাড়ির তকমা পাবে Sion। কিন্তু কঠিন প্রতিযোগিতার বাজারে অন্যান্য সংস্থাও সৌরশক্তিতে চলে এমন গাড়ি তৈরি করে ফেলেছে। যেমন নেদারল্যান্ডের কোম্পানি Lightyear এবং ক্যালিফোর্নিয়ার Aptera ইতিমধ্যেই এ কাজে হাত লাগিয়েছে। সোনো মোটর তাদের Sion গাড়িটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় ভাবে বিক্রির ভাবনাচিন্তা করছে৷

Show Full Article
Next Story