স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে, ট্রান্সফর্মারের ভিতরে ঢুকে গেল KTM, কপালজোরে রক্ষা বাইক আরোহীর

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় একটি উচ্চগতির স্পোর্টস বাইক। একবার তা হাতে পেলে রাস্তায় কেরামতি দেখাতে...
SUMAN 6 Jun 2022 7:51 PM IST

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় একটি উচ্চগতির স্পোর্টস বাইক। একবার তা হাতে পেলে রাস্তায় কেরামতি দেখাতে তাদের জুড়ি মেলা ভার। তাদের অনেকেই টু-হুইলারে বিভিন্ন জারিজুরি বা স্টান্ট দেখাতেও পটু। এই স্টান্ট দেখাতে গিয়েই ঘটলো এক অদ্ভুত দুর্ঘটনা। বিদ্যুতের ট্রান্সফর্মারের গার্ডের ভিতরে ঢুকে আটকে গেল কেটিএমের বাইক। এটা শুনে হয়তো অনেকেই ভাবছেন, এ আবার কীভাবে সম্ভব? সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছে কেরল। যার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, KTM RC মোটরবাইকে একজন দূর থেকে স্টান্ট দেখাতে দেখাতে ছুটে আসছে। কিছুটা আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খায় বাইকটি। বাইক থেকে চালক ছিটকে দূরে চলে যায়। বাইকটি ক’বার পাল্টি খেয়ে শেষমেষ রাস্তার পাশের লাইটপোস্টে ধাক্কা মেরে ট্রান্সফর্মায় আটকে যায়। সৌভাগ্যবশত চালকের তেমন কোনো আঘাত লাগেনি। সাথে সাথে পথচলতি ও ওই এলাকার কয়েকজন মানুষ ছুটে আসেন।

https://youtu.be/FBsoQyz6mzg

ঘটনাটি ঘটেছে ইদুক্কি জেলার কাট্টাপ্পানার নিকটবর্তী বেলায়ামকুড়িতে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়কগাছ হয় অনেকের। সেখানে এও দেখা যায়, চালকের মাথায় কোনো হেলমেট নেই। পরে অবশ্য ক্রেন এসে ট্রান্সফর্মার সাথে ঝুলন্ত বাইকটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দেখা যায় বাইকের সামনের চাকা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এ ছাড়াও একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে মোটরসাইকেলটির।

ওই চালকের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানা যায়নি। এই জাতীয় ঘটনার ক্ষেত্রে পুলিশ সাধারণত চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে থাকে। যেমন বেপরোয়াভাবে চলাচল ও অন্যের জীবন বিপন্ন করা।

রাস্তায় বাইক চলাচলের ক্ষেত্রে যে কথাগুলি অবশ্যই মাথায় রাখা উচিত তা হচ্ছে, সাধারণ মানুষের চলতি রাস্তা কখনই স্টান্ট দেখানোর জন্য নয়। সে ক্ষেত্রে নিজের এবং অন্যের জীবন বিপন্ন হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এটি আইনত অপরাধ। যদি স্টান্ট দেখাতে হয়, তবে নিজস্ব জায়গা অথবা কোনো রেস ট্র্যাকে করা উচিত।

Show Full Article
Next Story