Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0
2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল। মডেলটির নাম ছিল...2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল। মডেলটির নাম ছিল Prana। তিন বছর পর প্রিমিয়াম ই-বাইকটির আপগ্রেড ভার্সন Prana 2.0 লঞ্চ করল সংস্থা। এটি Grand ও Elite নামে দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ব্যাটারিতে ফুল চার্জ থাকলে এগুলি থেকে যথাক্রমে 150 কিলোমিটার ও 250 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।
Prana 2.0-এর বেস মডেলের দাম 2,55,150 টাকা রাখা হয়েছে। অন্যদিকে, এলিট ভার্সন কিনতে খরচ হবে 3,20,250 টাকা (এক্স-শোরুম)। বাইকটির টপ স্পিড ঘন্টায় 123 কিলোমিটার। হাই-পারফরম্যান্স ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এতে, যা 46,120 হাই-এনার্জি লং-লাইফ সেল দিয়ে গঠিত। চারটি রাইডিং মোডের পাশাপাশি রিভার্স মোড মিলবে ইলেকট্রিক বাইকটিতে।
Prana 2.0 একাধিক পেটেন্টের সঙ্গে এসেছে এবং এতে ইন্টিগ্রেটেড থাকা মোবাইল অ্যাপ্লিকেশন রিয়েল টাইম ট্র্যাকিং ও ডায়াগনস্টিক অফার করে। বৈদ্যুতিক মোটরসাইকেলটির ডেলিভারি সেপ্টেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে। কোয়াম্বাটুরে সংস্থার প্রোডাকশন ফেসিলিটিতে মাসে 2,000 ইউনিট বাইক তৈরির ক্ষমতা রয়েছে।
Srivaru Motors ভারতের বাজারে চাহিদা মিটিয়ে এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যেমন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। ইতিমধ্যেই সেখানে তারা পরিকাঠামো গড়া শুরু করে দিয়েছে। এছাড়াও, কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যে "Alive' নামে একটি নতুন ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্ল্যান করছে।