অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে 'জয় শ্রীরাম হেলমেট' বাজারে আনল Steelbird

রামমন্দিরের উদ্বোধন স্মরণীয় করে রাখতে স্পেশাল এডিশন হেলমেট লঞ্চ করল স্টিলবার্ড (Steelbird)। অন্যতম জনপ্রিয় হেলমেট...
techgup 27 Jan 2024 10:55 AM IST

রামমন্দিরের উদ্বোধন স্মরণীয় করে রাখতে স্পেশাল এডিশন হেলমেট লঞ্চ করল স্টিলবার্ড (Steelbird)। অন্যতম জনপ্রিয় হেলমেট প্রস্তুতকারক সংস্থা হিসেবে পরিচিত স্টিলবার্ড বাজারে নিয়ে এসেছে 'জয় শ্রী রাম এডিশন' SBH-34 হেলমেট। দাম রাখা হয়েছে ১৩৪৯ টাকা। নয়া এই হেলমেটের গ্রাফিক্সে ভগবান রামসহ রামমন্দিরের বিভিন্ন ছবি যেমন তুলে ধরা হয়েছে।

জয় শ্রীরাম এডিশন SBH-34 হেলমেটটি দুটি আলাদা রঙে কিনতে পাওয়া যাবে। এর মধ্যে প্রথমটি চকচকে গেরুয়া রঙের উপর কালো রঙের কাজ আর অন্যটিতে গ্লসি ব্ল্যাকের উপর গেরুয়া রঙের কাজ নজরে আসে। অর্থাৎ একটি হেলমেট তৈরি হয়েছে গেরুয়া রঙের উপর আর অন্যটিতে কালোর উপহ গেরুয়া রঙের কারুকার্যের মাধ্যমে ভগবান রামের ছবি ও অন্যান্য প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

৫৮০ মিমির মিডিয়াম সাইজ এবং ৬০০ মিমির লার্জ সাইজ - এই দুটি মাপে উপলব্ধ হবে স্টিলবার্ড জয় শ্রীরাম হেলমেট। থার্মোপ্লাস্টিকের সেলের উপর তৈরি এই হেলমেটের সামনের দিকে রয়েছে পলিকার্বনেটের অ্যান্টি স্ক্র্যাচ কোটিং যুক্ত ভাইজার ও সানশিল্ড। এছাড়াও হেলমেটের পিছনের অংশে সেফটি ফিচার হিসাবে রিফ্লেক্টার ব্যবহৃত হয়েছে। সহজে হেলমেট পরা ও খোলার জন্য কুইক রিলিজ বাটন থাকছে এতে।

SBH-34 হেলমেট লঞ্চ প্রসঙ্গে স্টিলবার্ডের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কুমার বলেছেন, "এই হেলমেট কেবলমাত্র আমাদের একটি প্রোডাক্ট নয়, আমাদের সংস্কৃতির প্রতিভু। হেলমেটের উপর ভগবান রাম এবং অযোধ্যার মন্দিরের ছবি আদতে আমাদের সুগভীর ভক্তিবাদী ভাবমূর্তি প্রকাশ করে। জয় শ্রীরাম এডিশনের SBH-34 হেলমেট চিরকাল আমাদের হৃদয়ে এক বিশেষ স্থান অর্জন করে থাকবে। যে সমস্ত গ্রাহক আত্মরক্ষার পাশাপাশি আমাদের ঐতিহ্য ও আধুনিক স্টাইল সবকিছুর সংমিশ্রণ পেতে চান তাদের জন্যই এই বিশেষ হেলমেট।"

Show Full Article
Next Story