লুকস ও মাইলেজে কাঁপাচ্ছে বাজার, 50 লক্ষ Access 125 স্কুটার বিক্রি করে Activa-কে চাপে ফেলল Suzuki

বর্তমানে দেশের বেস্ট-সেলিং স্কুটারের প্রসঙ্গো এলেই Honda Activa, TVS Jupiter-এর সাথে একসারিতে উচ্চারিত হয় Suzuki Access 125-এর নাম। ২০০৭ সালে দেশের প্রথম ১২৫ স্কুটার হিসাবে…

বর্তমানে দেশের বেস্ট-সেলিং স্কুটারের প্রসঙ্গো এলেই Honda Activa, TVS Jupiter-এর সাথে একসারিতে উচ্চারিত হয় Suzuki Access 125-এর নাম। ২০০৭ সালে দেশের প্রথম ১২৫ স্কুটার হিসাবে দেশে পা রেখেছিল এটি। তারপর থেকেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্কুটারটির ডিজাইন ও ফিচারে একাধিক আপগ্রেড দিয়েছে সংস্থা। ফলে দিনদিন চাহিদা বেড়েই চলেছে। এবারে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) তাদের বেস্ট সেলিং মডেলের নতুন মাইলস্টোনের কথা ঘোষণা করল। স্কুটারটির বিক্রি ৫০ লক্ষ ইউনিট পেরিয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Suzuki Access 125-র 50 লক্ষ সেলস মাইলস্টোন

এদিন সুজুকির গুরুগ্রামের কারখানা থেকে ৫০ লক্ষতম ইউনিট তৈরি হয়ে বেড়িয়েছে। বিপুলসংখ্যক বিক্রির ফলে সুজুকি অ্যাক্সেস ১২৫-এর মার্কেট শেয়ার যথেষ্ট হৃষ্টপুষ্ট। দর্শনীয় ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে স্কুটারটির জনপ্রিয়তা এত বেশি। এখনও পর্যন্ত তাই অসংখ্য দেশবাসীর নিরাপদে পথ চলার সঙ্গী হয়েছে এটি। ক্রেতাদের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রায় প্রতি বছর স্কুটারটিতে আপডেট দেওয়া হয়ে থাকে।

এই প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, “সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ভারত এবং বিদেশে ক্রেতাদের প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার ও Access 125-এর প্রতি তাদের আত্মবিশ্বাসের প্রতিফলন এটি। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ক্রেতা, ডিলার পার্টনার, সহকারি এবং কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।”

প্রসঙ্গত, Suzuki Access 125 ছয়টি ভ্যারিয়েন্টে উপলব্ধ – স্ট্যান্ডার্ড এডিশন ড্রাম ব্রেক, স্ট্যান্ডার্ড এডিশন ড্রাম ব্রেক অ্যান্ড অ্যালয় হুইল, স্ট্যান্ডার্ড এডিশন ডিস্ক ব্রেক, স্পেশাল এডিশন ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক সহ রাইড কানেক্ট এডিশন ও অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেক সহ রাইড কানেক্ট এডিশন ও অ্যালয় হুইল। স্কুটারটির বর্তমান বাজার মূল্য ৭৯,৪০০-৮৯,৫০০ টাকা (এক্স-শোরুম)। ১০৩ কেজি ওজনের Suzuki Access 125-এর ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৬,৭০০ আরপিএম গতিতে ৮.৬ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০ এনএম টর্ক উৎপন্ন হয়।