পুজোর আড়াই মাস আগে নতুন এডিশনে লঞ্চ হল সুজুকি বার্গম্যান স্ট্রিট ও সুজুকি অ্যাক্সেস

পুজোর আড়াই মাস আগেই স্কুটারের নতুন এডিশন লঞ্চ করল সুজুকি। সংস্থার জনপ্রিয় দুই স্কুটার অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট...
SUMAN 18 July 2024 7:16 PM IST

পুজোর আড়াই মাস আগেই স্কুটারের নতুন এডিশন লঞ্চ করল সুজুকি। সংস্থার জনপ্রিয় দুই স্কুটার অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট নতুন রঙে হাজির হয়েছে। তবে ইঞ্জিন বা ফিচারে কোনও আপগ্রেড নেই। বার্গম্যান স্ট্রিট মেটালিক ম্যাট ব্ল্যাক নম্বর ২ কালার অপশনে এসেছে, যা ম্যাট ব্ল্যাক ও ম্যাট রেড পেইন্টের কম্বিনেশন। স্কুটারটির দাম ৯৪,৩০১ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

জানিয়ে রাখি, এই নতুন কালার স্কিমটি বার্গম্যানের শুধু রাইড কানেক্ট এডিশনে পাওয়া যাবে, যার দাম ৯৮,৩০১ টাকা (এক্স-শোরুম)। সুজুকির ফ্যামিলি স্কুটার হিসাবে পরিচিত অ্যাক্সেস ১২৫-এ একটি নতুন ডুয়েল টোন কালার যোগ করা হয়েছে, যার নাম সোনোমা রেড/পার্ল মাইরেজ। বার্গম্যানের মতো এটাও অ্যাক্সেসের রাইড কানেক্ট এডিশনে উপলব্ধ।

সুজুকি অ্যাক্সেসের টপ এন্ড মডেলের দাম ৯০,৫০০ টাকা। এটি ডিস্ক ব্রেক ও অ্যালয় হুইল অফার করে। দুই স্কুটারে ১২৪ সিসির একই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৮.৭ বিএইচপি ও ১০ এনএম টর্ক উৎপন্ন করে। শুধু ইঞ্জিন নয়, অন্যান্য হার্ডওয়্যার এবং সাসপেনশনের দিক থেকেও এরা অপরিবর্তিত। এটি ডিস্ক ব্রেক ও অ্যালয় হুইল অফার করে।

বার্গম্যান স্ট্রিট ও অ্যাক্সেস ১২৫-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এলইডি হেডলালাইট ও সুজুকি রাইড কানেক্ট, যা ব্লুটুথের মাধ্যমে রাইডারকে ফোনের সঙ্গে স্কুটার যুক্ত করতে দেয়৷ এর ফলে টার্ন বাই টার্ন নেভিগেশন ও নোটিফিকেশন পাওয়া যায়৷

Show Full Article
Next Story