Suzuki eWX EV: ইলেকট্রিক WagonR এনে চমকে দিল সুজুকি, এক চার্জে যাবে 230 কিমি

জাপানের অটো শো শুরু হয়েছে। আর সেই মঞ্চে একের পর এক অটোমোবাইল সংস্থা গাড়ি উন্মোচন করছে। সুজুকি (Suzuki) এবার তাদের ইলেকট্রিক কনসেপ্ট মডেল eWX-এর উপর…

জাপানের অটো শো শুরু হয়েছে। আর সেই মঞ্চে একের পর এক অটোমোবাইল সংস্থা গাড়ি উন্মোচন করছে। সুজুকি (Suzuki) এবার তাদের ইলেকট্রিক কনসেপ্ট মডেল eWX-এর উপর থেকে পর্দা সরালো। যা দেখতে অনেকেই ভারতে বিক্রিত WagonR-এর বৈদ্যুতিক ভার্সন ভেবে চমকে যাবেন। এখন সংস্থাটি গাড়িটির কেবল ডাইমেনশন ও ড্রাইভিং রেঞ্জ প্রকাশ করেছে। জানিয়ে রাখি, eWX ছাড়াও সুজুকি eVX-এর আপডেট ভার্সন, নতুন প্রজন্মের Swift কনসেপ্ট ও Spacia কনসেপ্ট মডেল সামনে এনেছে।

Suzuki নতুন মিনি ওয়াগন ইভি eWX-এর ঝলক দেখালো

Suzuki eWX সম্পূর্ণ চার্জে ২৩০ কিলোমিটার পর্যন্ত পথ দৌড়তে পারবে। তাই হয়তো সুজুকি গাড়িটিতে একটি সিঙ্গেল ইলেকট্রিক মোটর ব্যবহার করতে পারে, যা পিছন অথবা সামনের চাকায় শক্তি সঞ্চার করবে। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৩,৩৯৫ মিমি, ১,৪৭৫ মিমি ও ১,৬২০ মিমি।

মিনি ওয়াগন ইভি eWX-এর প্রসঙ্গে সুজুকি বলেছে, “এই কনসেপ্ট মডেলটি হচ্ছে বাস্তবিক মিনি ওয়াগন এবং ফিউচারিস্টিক ইভি। ছিমছাম বডি স্টাইলের এই মডেলটি মানুষের দৈনন্দিন জীবনের পথ সুগম করবে। এতে রয়েছে ফ্রেন্ডলি ক্যারেক্টার, লাইট ও ইউজার ফ্রেন্ডলি কেবিন স্পেস, যা নিজের ঘরের কথা স্মরণ করাবে।”

৩.৪ মিটারের কম দৈর্ঘ্যের পুঁচকে eWX, ভারতের বাজারে বিক্রিত সংস্থার S-Presso গাড়িটির চাইতেও ছোট। অর্থাৎ সুজুকি জাপানের Kei গাড়িপ্রেমীদের লক্ষ্য করেই এটি এনেছে বলে মনে করা হচ্ছে। যারা আইসিই ছেড়ে থেকে ইলেকট্রিক ভার্সন ব্যবহার করতে চান, তাদের জন্য এটি আদর্শ। ছবিতে গাড়িটির ডার্ক এবং লাইট গ্রে, এই ডুয়েল কালার স্কিমের দেখা মিলেছে। Suzuki eWX-এ রয়েছে নতুন ফ্রন্ট বাম্পার, অ্যালয় হুইল এবং উইন্ডো ফ্রেম। এছাড়া সামনে C-আকৃতির এলইডি জিআরএল ও চকচকে সুজুকি লোগো’র দেখা মিলেছে।