Suzuki আনল একজোড়া দুর্দান্ত বাইক, ইয়ামাহার সঙ্গে চলবে জোরদার টক্কর

হালফিলে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের দৃষ্টি ক্রমশ লোভাতুর হচ্ছে। ফলত এই জাতীয় মডেলের বিক্রি বিন্দু থেকে...
SUMAN 14 Nov 2023 12:24 PM IST

হালফিলে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের দৃষ্টি ক্রমশ লোভাতুর হচ্ছে। ফলত এই জাতীয় মডেলের বিক্রি বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে। তাই বিভিন্ন টু হুইলার কোম্পানিগুলি চাহিদা দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের লাইনআপ এই জাতীয় মোটরবাইক দ্বারা সাজিয়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। যার মধ্যে অন্যতম সুজুকি (Suzuki)। ইতালির মিলানে আয়োজিত EICMA 2023-র মঞ্চে জাপানি সংস্থাটি একজোড়া নতুন মোটরসাইকেল উন্মোচিত করেছে। যাদের দাম – GSX-S1000GX ও GSX-8R।

Suzuki GSX-S1000GX ও GSX-8R আত্মপ্রকাশ করল

Suzuki GSX-S1000GX হচ্ছে একটি স্পোর্ট টুরার। আবার এতে অ্যাডভেঞ্চারের অল্প বিস্তার বৈশিষ্ট্য বর্তমান। যেখানে GSX-8R হচ্ছে একটি ফুল-ফেয়ার্ড বাইক। যদিও মোটরসাইকেল দুটি ভারতে লঞ্চ করা হবে কিনা, সে বিষয়ে কিছুই জানায়নি সুজুকি। স্পোর্ট ট্যুরার মোটরসাইকেলটি সুজুকির প্রথম মডেল, যাতে ফিচার হিসেবে অ্যাডভান্সড ইলেকট্রনিক সাসপেনশন দেওয়া হয়েছে। ফলে চলার সময় গতি, রাস্তার অবস্থা এবং ব্রেকিংয়ের উপর নির্ভর করে প্রিলোড এবং সাসপেনশন ড্যাম্পিং বৈদ্যুতিন উপায়ে নিয়ন্ত্রিত হবে।

তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বাইকটিতে সুজুকি রোড অ্যাডাপ্টিভ স্টেবিলাইজেশনও রয়েছে। যা রাস্তার উপরিভাগ কেমন তা আন্দাজ করতে পারবে। সেই অনুযায়ী অত্যাধুনিক ইলেকট্রনিক সাসপেনশনের উপর দায়ভার বর্তানো হবে। ইনার্শিয়া মেজারমেন্ট ইউনিট ও অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করবে এটি। Suzuki GSX-S1000GX-এ পারফরম্যান্সের জন্য ৯৯৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন বর্তমান। যা থেকে ১৫০ বিএইচপি এবং ১০৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

অন্যদিকে Suzuki GSX-8R পেয়েছে রিভাইসড রাইডিং ট্রায়াঙ্গেল, ফুলফেয়ারিং এবং ভিন্ন ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ফুল-ফেয়ার্ড বাইকে আজকাল ক্লিপ-অন হ্যান্ডেলবার দেখা গেলেও, এতে দেওয়া হয়েছে টিউবুলার ইউনিট। ফলে তিনটি রঙের বিকল্পে বিক্রি করা হবে এটি – মেটালিক ট্রাইটন ব্লু, মেটালিক ম্যাট শোর্ড সিলভার, এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নম্বর ২।

Suzuki GSX-8R বাইকটির চাকায় শক্তির সঞ্চার ঘটাতে উপস্থিত একটি ৭৭৬ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যার পাওয়ার এবং টর্ক আউটপুট এখনও প্রকাশ করেনি সংস্থা। অনুমান করা হচ্ছে, সংস্থার অন্যান্য ৮০০ সিসির মডেলের মতো এটির থেকেও ৮৩ বিএইচপি এবং ৭৮ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

Show Full Article
Next Story