ব্রেকে খুঁজে পাওয়া গেল গন্ডগোল, প্রায় চার লাখ স্কুটারের পর এবার বাইক ফেরত নিচ্ছে সুজুকি
Suzuki Hayabusa Recalled - ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে তৈরি ১০৫৬টি হায়াবুসা বাইকের ইউনিট রিকল করেছে সুজুকি।
চলতি বছর জুলাইতে ইগনিশন কয়েলে থাকা ত্রুটির জন্য প্রায় ৪ লক্ষ ১২৫ সিসি স্কুটার ফেরত নেওয়ার ঘোষণা করেছিল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। তালিকায় ছিল অ্যাক্সেস, অ্যাভিনিস, ও বার্গম্যানের নাম। এবার অক্টোবরের শেষে এসে ভারতে ফের একবার রিকল অর্ডার জারি করল এই জাপানি সংস্থা। সুজুকি তাদের কিংবদন্তি সুপারবাইক হায়াবুসা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। বাইকটির থার্ড জেনারেশন মডেলের ব্রেকে ত্রুটি থাকায় এই পদক্ষেপ।
সুজুকি হায়াবুসা ভারতে রিকল করা হল
২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে তৈরি ১০৫৬টি হায়াবুসা বাইকের ইউনিট রিকল করেছে সুজুকি। সুজুকি হায়াবুসার তৃতীয় প্রজন্ম ২০২১ সাল থেকে দেশে বিক্রি হচ্ছে এবং তারপর থেকে দেশে বিক্রি হওয়া বেশিরভাগ মডেল বাজার থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে অনুমান। ফ্রন্ট লিভারেই সমস্যা লুকিয়ে। যা ঠিক না করলে, লিভার থ্রোটল গ্রিপের সংস্পর্শে এসে ব্রেকিং ডিসট্যান্স বাড়িয়ে দিতে পারে।
হাই-পাফরফরম্যান্স মোটরসাইকেল হওয়ার কারণে, সুজুকি হায়াবুসা ব্যবহারকারীর জন্য ব্রেক অত্যন্ত ক্রিটিক্যাল একটি কম্পোনেন্ট। ব্রেক চাপার পর বাইক যদি অনেক দূরে গিয়ে থামে তাহলে রাইডারের সেফটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, হায়াবুসার যে সংস্করণ রিকল করা হয়েছে তাতে টুইন ফ্রন্ট ডিস্কের সঙ্গে ব্রেম্বো স্টাইলমা ফোর-পিস্টন ক্যালিপার বর্তমান। আর পিছনে নিসিন সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ একটাই ডিস্ক রয়েছে।
সুজুকি হায়াবুসা বর্তমানে ভারতে ১৬.৯০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। এতে ১,৩৪০ সিসি লিকুইড কুল্ড ডিওএইচসি ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৯,৭০০ আরপিএম গতিতে ১৮৭ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএমে ১৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই পাওয়ার সিক্স স্পিড গিয়ারবক্সের মাধ্যমে পিছনের চাকায় পৌঁছয়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ২৯৯ কিলোমিটার। হায়াবুসা ৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম।
Suzuki Hayabusa Recalled - ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে তৈরি ১০৫৬টি হায়াবুসা বাইকের ইউনিট রিকল করেছে সুজুকি।