Suzuki প্রথমে এ দেশে লঞ্চ করার পর এবার ব্রিটেনে তাদের দুই জনপ্রিয় স্কুটার নিয়ে হাজির হল

ভারতের পর এবার সুদূর ব্রিটেনে একসাথে একজোড়া স্কুটার নিয়ে হাজির হল জাপানি ব্র্যান্ড সুজুকি (Suzuki)। লঞ্চ হওয়া মডেল...
SUMAN 14 July 2022 5:26 PM IST

ভারতের পর এবার সুদূর ব্রিটেনে একসাথে একজোড়া স্কুটার নিয়ে হাজির হল জাপানি ব্র্যান্ড সুজুকি (Suzuki)। লঞ্চ হওয়া মডেল জোড়া হল Suzuki Avenis 125 ও Suzuki Address 125। এখানে জানিয়ে রাখি, Avenis 125-এর ভারতীয় মডেলটি ওদেশে লঞ্চ করেছে সুজুকি। অন্য দিকে, Address 125-এর সাথে এ দেশে বিক্রিত রেট্রো ডিজাইনযুক্ত Access 125-এর হুবহু মিল রয়েছে।

ভারতের বাজারে উপলব্ধ Suzuki Avenis 125-এর সাথে ব্রিটেনে লঞ্চ হওয়া মডেলটির ডিজাইন এবং কারিগরি দিক থেকেও অভিন্ন। তরুণ প্রজন্মের জন্য আদর্শ স্পোর্টি ডিজাইনের এই স্কুটার ১২৪ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে ৮.৬৮ বিএইচপি ক্ষমতা এবং ১০.৩ এনএম টর্ক পাওয়া যায়।আবার Address 125 মডেলেও একই একই ইঞ্জিন থাকার কারণে আউটপুট সমান।

Suzuki Address 125 প্রসঙ্গে বলতে গেলে, এটি হল Access 125-এর রিব্যাজেড ভার্সন। ফ্যামিলি-ফ্রেন্ডলি ডিজাইন থেকে ব্যবহারিকতায় তার ভারতীয় ভাইয়ের সাথে সবদিক থেকে সাম্যতা চোখে পড়ার মতো। এমনকি হার্ডওয়্যারের দিক থেকেও দুটি স্কুটারের মধ্যে অভিন্নতা চোখে পড়েছে। এতে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও সিঙ্গেল রিয়ার শক। অন্যদিকে ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক উপস্থিত।

সুজুকির ব্রিটেনের শাখা এখনও স্কুটার দুটির দাম ঘোষণা করেনি। তবে অনুমান করা হচ্ছে ভারতীয় মডেল দুটির তুলনায় আরও বেশি মূল্যে বিক্রি করা হবে। প্রসঙ্গত, Address-এর পুরনো প্রজন্মের ১০০ সিসি মডেল সে দেশে ২,৩৯৯ জিবিপি মূল্যে (প্রায় ২.২৭ লাখ‌ টাকা) বিক্রি করা হত। যা ভারতে বিক্রি হওয়া V-Strom SX অ্যাডভেঞ্চার বাইকের এক্স-শোরুম মূল্যের থেকে প্রায় ১৬,০০০ টাকা বেশি।

Show Full Article
Next Story