মাইলেজ-লুকসে ফিদা সবাই, এই প্রথম ভারতে 1 লক্ষ বাইক-স্কুটার বিক্রির নজির Suzuki-র

আগস্ট শুরু হতেই অটোমোবাইল কোম্পানিগুলি একে একে জুলাই মাসে নিজেদের বিক্রির হালহকিকত নিয়ে হাজির হচ্ছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) যার মধ্যে একটি। গত…

আগস্ট শুরু হতেই অটোমোবাইল কোম্পানিগুলি একে একে জুলাই মাসে নিজেদের বিক্রির হালহকিকত নিয়ে হাজির হচ্ছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) যার মধ্যে একটি। গত মাসে তারা নিজেদের মোট ১,০৭,৮৩৬ ইউনিট টু-হুইলার বিক্রির কথা জানালো। যা ২০২২-এর জুলাইয়ের তুলনায় ৪১.৫% বেশি। উল্লেখযোগ্যভাবে, জাপানি সংস্থাটি ভারতে প্রথমবার ১ লাখ সেলসের গন্ডি পার করল। জুলাইয়ে শুধু ভারতের বাজারে মোটরসাইকেল ও স্কুটারের ৮০,৩০৯ ইউনিট বেচেছে তারা। আর রপ্তানি হয়েছে ২৭,৫২৭টি দু’চাকা গাড়ি।

ভারতে Suzuki-র টু-হুইলার বিক্রি এই প্রথম ১ লাখ পার করল

এছাড়াও গত মাসে সুজুকি তাদের বেস্ট-সেলিং স্কুটার Access 125-এর ৫০ লক্ষ তম মডেলটি গুরুগ্রামের কারখানা থেকে তৈরি হয়ে বেরোনোর কথা জানিয়েছে। বর্তমানে ১২৫ সিসি সেগমেন্টে সুজুকির এই স্কুটার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Honda Activa 125, Hero Maestro 125, Yamaha Fascino 125 ও TVS Jupiter 125।

Suzuki Access 125-তে উপস্থিত একটি ১২৫ সিসি ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.৫৮ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হয়। সাসপেনশনের হিসেবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং সিঙ্গেল শক রিয়ার অ্যাবসর্বার রয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনের চাকায় ডিস্ক ও ড্রাম এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক উপস্থিত। এছাড়া স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে রয়েছে সিবিএস।

বিক্রি বৃদ্ধির প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, “জুলাইয়ে আমরা প্রথমবার এক লাখ বিক্রির গন্ডি পার করতে পেরে উচ্ছ্বসিত। এটি ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের ভরসা এবং আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। বেচাকেনার এই পরিমাণ ভারত এবং বিদেশের বাজারে আমাদের স্কুটার এবং মোটরসাইকেলের বলিষ্ঠ চাহিদার প্রমাণ দেয়।” এজন্য তিনি তাদের সমস্ত গ্রাহক এবং কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।