গাড়ির পর এবার Suzuki-র বাইক-স্কুটারও ভরসা আদায় করে নিচ্ছে, সেপ্টেম্বরে প্রায় 1 লাখ বিক্রি
প্রতিবারের মতো সেপ্টেম্বরেও সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এসএমআইপিএল (SMIPL) ভারত ও এক্সপোর্ট মার্কেটে...প্রতিবারের মতো সেপ্টেম্বরেও সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এসএমআইপিএল (SMIPL) ভারত ও এক্সপোর্ট মার্কেটে তাদের দু'চাকা গাড়ি বিক্রির পরিসংখ্যান পেশ করল। গত মাসে সংস্থার ৯৭,৯৩৬টি নতুন টু-হুইলারের চাবি গ্রাহকের হাতে তুলে দিয়েছে ডিলাররা। আর এতেই গত বছর একই সময়ের তুলনায় বিক্রিবাটা ১৩% বাড়তে দেখা গেছে। তবে আগস্টের বিচারে আগের মাসের থেকে বিক্রি ৫.২% সঙ্কুচিত হয়েছে।
সেপ্টেম্বরে Suzuki-র বিক্রিবাটার হালহকিকত
সংস্থার তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে মোট ৮৩,৭৯৮ ক্রেতা (Suzuki)-র মোটরসাইকেল এবং স্কুটার বাড়ি নিয়ে এসেছেন। যা ২০২২-এর সেপ্টেম্বরের তুলনায় ১৬% দেশি। আর এ বছর সেপ্টেম্বরে ভারতে তৈরি ১৪,১৩৮ ইউনিট দু'চাকা গাড়ি অন্যান্য দেশে রপ্তানি করেছে তারা।
সেলস পারফরম্যান্স প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আধিকারিক দেবাশিষ হান্ডা বলেন, “আমরা ক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং কর্মীদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারতে আমাদের ব্যবসা সম্প্রসারণের অন্যতম পাথেয় এই বলিষ্ঠ চাহিদা। ভবিষ্যতেও আমাদের এই অগ্রগতি বজায় থাকবে বলে আমরা আত্মবিশ্বাসী, এবং ক্রেতাদের ব্যতিক্রমী পরিষেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে সুজুকি ভারতে V-Strom SX, Gixxer SF 250 ও Gixxer 250 বিক্রি করে। যাদের মধ্যে প্রথমটি বাদে বাকিগুলি ১৫০ সিসি ভার্সনেও উপলব্ধ। বাইক বাদে সুজুকির পোর্টফোলিওতে রয়েছে একাধিক দুর্দান্ত স্কুটি – Avenis, Access 125, Burgman Street ও Burgman Street EX। তাদের ঝুলিতে থাকা সুপারবাইকের মধ্যে আছে, Katana ও V-Strom 650 NXT, ও লিজেন্ডারি Hayabusa।