Access, Burgman স্কুটারের জনপ্রিয়তায় ভর করে এপ্রিলে 23% বিক্রি বাড়িয়ে নিল Suzuki

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) এপ্রিল মাসে ভারতের বাজারে তাদের টু-হুইলার বিক্রির হাল হকিকত প্রকাশ...
SUMAN 5 May 2023 7:58 PM IST

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) এপ্রিল মাসে ভারতের বাজারে তাদের টু-হুইলার বিক্রির হাল হকিকত প্রকাশ করল। ভারত এবং এক্সপোর্ট মার্কেট মিলিয়ে গত মাসে ৮৮,৭৩১টি দু'চাকা গাড়ি বেচেছে সংস্থাটি। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৭১,৯৮৭ ইউনিট। ফলে গত মাসের বিক্রিতে ২৩.৩ শতাংশ উত্থান প্রত্যক্ষ করা গেছে।

আগের মাসে সুজুকি ভারতের বাজারে ৬৭,২৫৯ ইউনিট টু-হুইলার বিক্রি করেছে, যেখানে তাদের রপ্তানির পরিমাণ ছিল ২১,৪৭২ ইউনিট। আগের বছর এপ্রিলে মোট ৫৪,৩২৭টি নতুন বাইক ও স্কুটারের চাবি ভারতীয়র হাতে তুলে দিতে পেরেছিল সুজুকি। ফলে দেশে বিক্রিবাটায় ২৩.৮% শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

এদিকে আগের বছর এপ্রিলে ১৭,৬৬০ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার রপ্তানির ফলে এক বছরের ব্যবধানে সেটা ২১.৫৯ শতাংশ বাড়তে দেখা গেছে। সুজুকির টু হুইলার বিক্রি বৃত্তিতে সর্বাধিক অবদান রেখেছে – Access 125, Burgman Street 125 ও Gixxer রেঞ্জ ও অন্যান্য মডেলগুলি।

২০২৩ সালের এপ্রিল মাসে সেলস পারফরম্যান্য প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, “সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া দ্বিগুণ অঙ্কে নিজেদের বিক্রিতে বৃদ্ধি ঘটিয়েছে। ২০২৩-এর এপ্রিলে আমরা ২৩.৩% বিক্রিতে জোয়ার দেখেছি। ভারত এবং বিদেশের বাজারে সুজুকি টু-হুইলারের চাহিদা ক্রমশ বাড়ার ফলে বিক্রিতে অগ্রগতি এসেছে।”

Show Full Article
Next Story