Burgman-এর ইলেকট্রিক ভার্সন নয়, আগামীকাল নতুন মডেলের স্কুটার লঞ্চ করবে Suzuki

৯ অক্টোবর থেকে সুজুকি মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া (Suzuki Motorcycle & Scooter India) তাদের সোশ্যাল মিডিয়া...
SHUVRO 17 Nov 2021 12:53 PM IST

৯ অক্টোবর থেকে সুজুকি মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া (Suzuki Motorcycle & Scooter India) তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একটি ব্র্যান্ড-নিউ স্কুটার টিজ করছিল৷ সংস্থা খোলাখুলি না জানালেও ১৮ নভেম্বর (আগামীকাল) ভারতে Suzuki Burgman ম্যাক্সি-স্কুটারের ইলেকট্রিক ভার্সন লঞ্চ হবে বলে দাবি করেছিলেন অনেকেই৷ তবে গতকাল টুইটারে সংস্থার নতুন টিজার ভিডিও সে জল্পনায় জল ঢেলে দিয়েছে৷

এখনই বিদ্যুৎচালিত স্কুটার ভারতের বাজারে নিয়ে আসতে আগ্রহী নয় সুজুকি৷ আগামীকাল একটি নতুন পেট্রোলচালিত স্কুটার লঞ্চ করতে চলেছে তারা৷ মডেলের নাম এখনও প্রকাশ করা হয়নি৷ তবে একটি টিজার প্রকাশ করে সুজুকি আভাস দিয়েছে, কেমন ফিচারের সাথে আসতে পারে তাদের নয়া স্কুটার৷

https://twitter.com/suzuki2wheelers/status/1460526977748647941

সেই টিজার ডিভিওতে সুজুকির নতুন স্কুটারের চেহারার বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে৷ যেমন টিজারে স্কুটারটির ত্রিকোণাকৃতি এলইডি টেলল্যাম্প, স্প্লিট স্টাইলের গ্রাব রেল, শার্প ফ্রন্ট অ্যাপরন-সহ এলইডি হেডল্যাম্প, একটি এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-টোন কালার স্কিম, ইঞ্জিন কিল সুইচ হাইলাইট করা হয়েছে৷

আর সবার শেষে একজস্ট সিস্টেমের উপস্থিতি৷ অর্থাৎ Burgman Electric স্কুটার হওয়ার সমস্ত সম্ভাবনার সেখানেই ইতি৷ আশা করা যায় যে সুজুকির নতুন স্কুটারটি ১২৫ সিসি ইঞ্জিনের সাথে আসবে৷ টিজারে স্পষ্টতই ইঙ্গিত করা হয়েছে, এটি 'ইউথফুল' স্কুটার হবে, এর অর্থ 'মিলেনিয়াল' অর্থাৎ নতুন প্রজন্মে জন্য স্কুটারটি আত্মপ্রকাশ করবে৷

Show Full Article
Next Story