গতির ঝড় তুলে Suzuki র বাইক আর রেসিং ট্রাকে দৌড়বে না, MotoGP থেকে চিরতরে নাম প্রত্যাহার
প্রিমিয়ার ক্লাস বাইক রেসিংয়ের দুনিয়ায় অতি পরিচিত নাম 'গ্র্যান্ড প্রিক্স মোটরসাইকেল' রেসিং। সহজ ভাবে বলতে গেলে বিশ্বের...প্রিমিয়ার ক্লাস বাইক রেসিংয়ের দুনিয়ায় অতি পরিচিত নাম 'গ্র্যান্ড প্রিক্স মোটরসাইকেল' রেসিং। সহজ ভাবে বলতে গেলে বিশ্বের উচ্চগতির মোটরসাইকেলগুলি নিয়ে প্রিমিয়াম ক্লাসের যে প্রতিযোগিতার আয়োজন করা হয় তাকেই বলা হয় গ্র্যান্ড প্রিক্স (GP)। এই প্রতিযোগিতায় যে সুপারবাইকগুলি অংশগ্রহণ সেগুলি কোথাও বিক্রি করা হয় না, অর্থাৎ সাধারণ জনগণের জন্য পাবলিক রাস্তায় চালানো সেগুলি নিষিদ্ধ। এই চ্যাম্পিয়নশিপের চারটি ভাগ- MotoGP, Moto2, Moto3 এবং MotoE। প্রথম তিনটি ভাগে ফোর-স্ট্রোক ইঞ্জিন ও শেষেরটিতে ইলেকট্রিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়। Aprilia, Ducati, Honda, KTM, Suzuki, Yamaha-র মতো নামী সুপারবাইক প্রস্তুতকারী সংস্থা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
AFP সূত্রে জানা গিয়েছে, এবার জাপানের সুজুকি মোটোজিপি রেসিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও তাদের চুক্তি শেষ হতে এখনো চার বছর বাকি। সংস্থার তরফে গত বুধবার জানানো হয়েছে চলতি মরসুমের শেষে MotoGP-এর সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করতে তারা ওই চ্যাম্পিয়নশিপের উদ্যোক্তা Dorna-এর সাথে একমত হয়েছে। MotoGP ও সুজুকির মধ্যে বর্তমান চুক্তিপত্র স্বাক্ষরিত হয় ২০১৫-তে। যার মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত।
যদিও মে মাসের শুরুর দিকেই সুজুকির পক্ষ থেকে আর্থিক কারণ দেখিয়ে MotoGP ছাড়ার পরিকল্পনা জানানো হয়। সেই কথামতোই একই কারণ দর্শিয়ে গত বুধবারে তারা পাকাপাকিভাবে MotoGP থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করল। এই প্রসঙ্গে সুজুকির প্রতিনিধিত্বকারী ডিরেক্টর ও প্রেসিডেন্ট তশিহিরো সুজুকি বলেন, "মোটরসাইকেল প্রতিযোগিতা সবসময়ই প্রযুক্তিগত আবিষ্কার, হিউম্যান রিসোর্স ও দীর্ঘকালীন অগ্রগতি সংক্রান্ত চ্যালেঞ্জের জায়গা। তিনি আরোও বলেন যে, আমরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে প্রযুক্তিগত উন্নতি এবং যোগ্য লোকবলের মাধ্যমে মোটরসাইকেলের ব্যবসা সংক্রান্ত নেটওয়ার্ককে প্রস্তুত করব। যার সুফল প্রগতিশীল সমাজ ভোগ করবে।"
অন্য দিকে, Andrea Dovizioso জানিয়েছেন যে, তিনি আগামী বছর থেকে MotoGP-তে আর অংশগ্রহণ করবেন না। ২০২০ সালের শেষের দিকে তিনি ডুকাটির সাথে সম্পর্ক ছিন্ন করেন। তারপর Aprilia পরীক্ষামূলকভাবে চালিয়ে Petronas কে সঙ্গে নিয়ে MotoGP-তে ফিরে আসেন। প্রসঙ্গত, Dovizioso ডুকাটিকে সঙ্গে নিয়ে ২০০১ সালে তার কেরিয়ার শুরু করে MotoGP-তে তিনবারের জন্য রানার আপ হোন। কিন্তু এই সিজনে তার স্কোর মাত্র ১০। ফলস্বরূপ তিনি কোনও প্রতিযোগিতাতেই প্রথম ১০ জনের মধ্যে আসতে পারেননি।