বৈদ্যুতিক স্কুটার নিয়ে ভারতে পা রাখছে Gogoro, তাইওয়ানের এই সংস্থা Ola, Bajaj-দের মাথাব্যাথার কারণ হতে পারে

তাইওয়ানের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড গোগোরো (Gogoro) এবারে ভারতের বাজারে পদার্পণ করতে চলেছে। যার জন্য ইতিমধ্যেই...
SUMAN 28 Oct 2022 3:50 PM IST

তাইওয়ানের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড গোগোরো (Gogoro) এবারে ভারতের বাজারে পদার্পণ করতে চলেছে। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তারা। যদিও সংস্থাটির এদেশে আগমনের ক্ষেত্রে তেমন কোন বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ আগেই কোম্পানিটি হিরো মোটোকর্পের সাথে জোটবদ্ধ হয়েছে। আগামী ৩ নভেম্বর ভারতে তাদের ব্যবসার রূপরেখা সম্পর্কে জানাবে গোগোরো।

এদেশের বাজারে গোগোরোর আগমন কোনো আকস্মিক ঘটনা নয়। হিরো মোটোকর্পের সাথে তারা যৌথভাবে এদেশে ব্যাটারি চালিত স্কুটারের উন্নয়ন এবং ব্যাটারি বদলের পরিকাঠামো গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও এদেশের বাজার নিয়ে সংস্থার কী পরিকল্পনা রয়েছে, সেই সম্পর্কে এখনও কোনো নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

বিদেশের মতো সংস্থাটি ভারতের বাজারেও একাধিক রেঞ্জের উচ্চ এবং ধীর গতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গোগোরো তাদের বৃহৎ ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক এ দেশেও সম্প্রসারিত করবে বলেই ধারনা। আবার ভারতীয় মডেলগুলিতে রিমুভেবল ব্যাটারি প্যাক অফার করা হতে পারে। যা ইতিমধ্যেই তাইওয়ানের বাজারে সাড়া ফেলে দিয়েছে।

এদিকে সংস্থার তরফে ইঙ্গিতবার্তা স্বরূপ “লাস্ট মাইল সেক্টরের কার্বন মুক্তি” বলা হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে সংস্থাটি কেবলমাত্র কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহারের জন্য টু-হুইলার লঞ্চ করবে। বর্তমানে বাণিজ্যিক ব্যবহারের জন্য ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করে এমন হাতেগোনা কয়েকটি সংস্থা রয়েছে। তাইওয়ানের টেকনোলজি জায়েন্ট গোগোরো এই সুযোগটি কাজে লাগাতে পারে। তবে কোন ক্ষেত্রে তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করবে তা কেবলমাত্র লঞ্চের পরই নিশ্চিত ভাবে বলা যাবে।

Show Full Article
Next Story