Tata Motors: দক্ষিণের রাজ্যে ৯,০০০ কোটি টাকা লগ্নি টাটার, তৈরি হবে ৫,০০০ কর্মসংস্থান
ভারতের অন্যতম যাত্রী গাড়ি নির্মাতা Tata Motors তামিলনাড়ুতে নতুন কারখানা গড়ার তোড়জোড় করছে। সেখানে ৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি। চেন্নাই থেকে প্রায় ১১৫ কিলোমিটার…
ভারতের অন্যতম যাত্রী গাড়ি নির্মাতা Tata Motors তামিলনাড়ুতে নতুন কারখানা গড়ার তোড়জোড় করছে। সেখানে ৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি। চেন্নাই থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে পানাপাক্কামে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কারখানাটি চালু হলে ৫,০০০ কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
ভিতিপ্রস্তর অনুষ্ঠানে প্রবীণ ডিএমকে মন্ত্রী দুরাই মুরুগান এবং টিআরবি রাজা, মুখ্য সচিব এন মুরুগানন্দম এবং টাটা সন্স লিমিটেডের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নতুন কারখানার জন্য ২০২৩ সালের মার্চে টাটা মোটরস এবং তামিলনাড়ু সরকারের মধ্যে মৌ (MoU) সাক্ষর হয়েছিল।
তামিলনাড়ুতে নয়া ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি টাটা মোটরসের সম্প্রসারণ পরিকল্পনার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, "তামিলনাড়ু শুধু ভারতে কাজ করে এমন বড় সংস্থাগুলির জন্য নয়, বহুজাতিক ব্র্যান্ডগুলির কাছেও বিনিয়োগের প্রথম গন্তব্য।"
নতুন কারখানায় গ্লোবাল মার্কেটের জন্য জাগুয়ার ও ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা করছে টাটা মোটরস। চালু হওয়ার সময় বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ২,৫০,০০০ ইউনিট। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে প্রোডাকশন ক্যাপাসিটি আরও বাড়ানো হবে।
ভারতের অন্যতম যাত্রী গাড়ি নির্মাতা Tata Motors তামিলনাড়ুতে নতুন কারখানা গড়ার তোড়জোড় করছে। সেখানে ৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি। চেন্নাই থেকে প্রায় ১১৫ কিলোমিটার…