অবশেষে মধ্যবিত্তের স্বপ্নপূরণ, Tata-র দৌলতে দেশের সবচেয়ে সস্তা সানরুফ যুক্ত গাড়ি হাজির

একটি সময় ছিল যখন ‘সানরুফ’ কেবলমাত্র উচ্চমূল্যের গাড়িতেই দেখা মিলতো। কিন্তু সময়ের সমুদ্রে ভেসে সম্প্রতি লাক্সারি...
SUMAN 1 Jun 2023 2:24 PM IST

একটি সময় ছিল যখন ‘সানরুফ’ কেবলমাত্র উচ্চমূল্যের গাড়িতেই দেখা মিলতো। কিন্তু সময়ের সমুদ্রে ভেসে সম্প্রতি লাক্সারি গাড়ির গণ্ডি পেরিয়ে আজকাল বাজেটের মধ্যে থাকা গাড়িতেও বৈশিষ্ট্যটি জাঁকিয়ে বসেছে। আজকাল অপেক্ষাকৃত কমদামী গাড়িগুলিও সানরুফ সহ হাজির হচ্ছে। এক্ষেত্রে দেশের জনপ্রিয় সংস্থা টাটা মোটরস (Tata Motors) বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে। সম্প্রতি তারা দেশের সবচেয়ে সস্তা গাড়ি হিসাবে Altroz হ্যাচব্যাকে সানরুফ ফিচার যুক্ত করেছে। ১৬টি ভ্যারিয়েন্টেই দেওয়া হয়েছে ওই বৈশিষ্ট্য। দাম ৭.৯০ লাখ টাকা থেকে শুরু করে ১০.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

Tata Altroz-এর সানরুফ সমেত ভ্যারিয়েন্টগুলির দামের তালিকা দেওয়া রইল

1.2L NA XM+ (S) – ৭.৯০ লক্ষ টাকা
1.2L NA XZ+ (S) - ৯.০৪ লক্ষ টাকা
1.2L NA XZ+ (S) Dark – ৯.৪৪ লক্ষ টাকা
1.2L NA XZ+O (S) – ৯.৫৬ লক্ষ টাকা
1.2L NA XMA+ (S) – ৯ লক্ষ টাকা
1.2L NA XZA+ (S) – ১০ লক্ষ টাকা
1.2L NA XZA+ (S) Dark – ১.২৪ লক্ষ টাকা
1.2L NA XZA+ O (S) – ১০.৫৬ লক্ষ টাকা
1.2L Turbo XZ+ (S) – ৯.৬৪ লক্ষ টাকা
1.2L Turbo XZ+ (S) Dark – ১০ লক্ষ টাকা
1.5L Diesel XM+ (S) – ৯.২৫ লক্ষ টাকা
1.5L Diesel XZ+ (S) – ১০.৩৯ লক্ষ টাকা
1.5L Diesel XZ+ (S) Dark – ১০.৭৪ লক্ষ টাকা
1.2L CNG XM+ (S) – ৯.৫৩ লক্ষ টাকা
1.2L CNG XZ+ (S) Rs – ১০.০৩ লক্ষ টাকা
1.2L CNG XZ+ O (S) – ১০.৫৫ লক্ষ টাকা

টাটা অলট্রোজ-এর সানরুফ যুক্ত ভ্যারিয়েন্ট কিনতে ৪৫,০০০ টাকা বেশি গাঁটের কড়ি খরচ করতে হয়। এদিকে Hyundai i20-এর Asta ও Asta (O) – সানরুফ যুক্ত এই হায়ার ট্রিমের দাম ৯.০৩ লক্ষ টাকা থেকে শুরু। হুন্ডাই এদেশে শীঘ্রই সিঙ্গেল পেন সানরুফ সহ মাইক্রো এসইউভি Exter লঞ্চ করতে চলেছে। এটি তাদের সবচেয়ে সস্তার এসইউভি মডেল হিসেবে আসবে।

Tata Altroz: পারফরম্যান্স

Tata Altroz ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড (এনএ) পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনে উপলব্ধ। এনএ এবং টার্বো চার্জ পেট্রোল পাওয়ারট্রেন থেকে সর্বোচ্চ ৮৬ বিএইচপি এবং ১১০ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হয়। এটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৬-স্পিড ডিসিটি অটোমেটিক ট্রান্সমিশন অপশনে উপলব্ধ।

সম্প্রতি Altroz-এর ছয়টি নতুন সিএনজি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টাটা। মডেগুলির দাম ৭.৫৫ লক্ষ টাকা থেকে ১০.৫৫ লক্ষ টাকা পর্যন্ত। এতে উপস্থিত ডুয়েল সিলিন্ডার সিএনজি সেটআপ সহ ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। সিএনজি মোডে আউটপুট ৭৭ বিএইচপি এবং ১০৩ এনএম।

Show Full Article
Next Story