Tata Altroz CNG: মারুতিকে টেক্কা দিতে নতুন সিএনজি গাড়ি আনছে টাটা, মে মাসে লঞ্চ, দাম কত হবে?
অটো এক্সপো ২০২৩-এ টাটা মোটরস (Tata Motors) তাদের একজোড়া গাড়ির সিএনজি ভার্সনের প্রদর্শন করেছিল। যেগুলি হল – Altroz CNG...অটো এক্সপো ২০২৩-এ টাটা মোটরস (Tata Motors) তাদের একজোড়া গাড়ির সিএনজি ভার্সনের প্রদর্শন করেছিল। যেগুলি হল – Altroz CNG ও Punch CNG। প্রথম মডেলটি সামনের মাসে বাজারে হাজির হতে পারে বলে আশা করা হচ্ছে। দেশীয় সংস্থাটি পরবর্তী সিএনজি মডেল হিসেবে Nexon, Harrier এবং Safari-কে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন স্টাইলিং এবং আপডেটেড ইন্টেরিয়রের সাথে এই তিনটি মডেল চলতি বছরেই বাজারে লঞ্চ হতে পারে।
Tata Altroz CNG সামনের মাসে আসতে চলেছে
অলট্রোজ-এর রেগুলার মডেলের তুলনায় সিএনজি ভার্সনের বহিরঙ্গে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নজরে পড়বে না। পার্থক্য বলতে কেবল বুট লিডে আই-সিএনজি (i-CNG) ব্যাজিং দেওয়া হবে। বর্তমানে এই প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটির প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Maruti Suzuki Baleno ও Hyundai i20। যার দাম ৬.৪৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১০.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।
Tata Altroz CNG : দাম
আশা করা হচ্ছে, Tata Altroz CNG গাড়িটি বাজার চলতি পেট্রোল ভ্যারিয়েন্টের চাইতে অধিক মূল্যে বাজারে পা রাখবে। কমপক্ষে ১ লাখ টাকা বেশি হতে পারে। এটি ব্যালেনো সিএনজি-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হবে। যার Delta এবং টপ স্পেক Zeta মডেলটির মূল্য যথাক্রমে ৮.৩৫ লক্ষ টাকা ও ৯.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Tata Altroz CNG : ফিচার্স
গাড়িটির ফিচারের তালিকায় দেখা মিলবে, ১৬ ইঞ্চি টু-টোন অ্যালয় হুইল, এলইডি ডেটাইম রানিং লাইট, প্রোজেক্টর হেডলাইট, সি-পিলারের উপর রিয়ার ডোর হ্যান্ডেল, ইন্টিগ্রেটেড স্পয়লার, বিভিন্ন এলিমেন্টের উপর গ্লসি ব্ল্যাক ফিনিশ, টু-টোন সিট আপহোলস্টেরি, সিলভার ফিনিশ সহ লেয়ার্ড ড্যাশবোর্ড ইত্যাদি। এছাড়া এতে একটি ইলেকট্রিক সানরুফ দেওয়া হতে পারে।
পারফর্ম্যান্সের প্রসঙ্গে বললে, Tata Altroz CNG-তে ব্যবহার করা হবে একটি ১.২ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৭৬ বিএইচপি শক্তি এবং ৯৭ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে পেট্রোল মডেলটির আউটপুট ৮৫ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক। এর সাথে সংযুক্ত থাকবে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। অন্য ফিচার হিসাবে এতে একটি ডুয়েল সিএনজি ট্যাঙ্ক সিস্টেমের দেখা মিলতে পারে। এছাড়া দেওয়া হতে পারে সিএনজি রেঞ্জে সিঙ্গেল ইসিইউ, একটি মডিউলার ফুয়েল ফিল্টার, মাইক্রো সুইচ, ফায়ার প্রোটেকশন ডিভাইস এবং সিএনজি মোডে ডিরেক্ট স্টার্ট।