Tata Altroz: দাম বাড়ার আগে 45,000 টাকা ডিসকাউন্ট, লোহার মতো শক্ত গাড়ি কিনবেন নাকি

২০২৪-এর জানুয়ারি থেকে টাটা, হুন্ডাই, মারুতি সুজুকি সহ বিভিন্ন সংস্থার গাড়ির দাম বাড়তে চলেছে। তাই নতুন বছরের আগে...
SUMAN 26 Dec 2023 2:34 PM IST

২০২৪-এর জানুয়ারি থেকে টাটা, হুন্ডাই, মারুতি সুজুকি সহ বিভিন্ন সংস্থার গাড়ির দাম বাড়তে চলেছে। তাই নতুন বছরের আগে সস্তায় গাড়ি কেনার সুযোগ আর মাত্র কয়েকদিনের। বর্ষশেষে স্টক খালি করার তাগিদ থাকে ডিলারদের। এমতাবস্থায় টাটার কিছু ডিলারশিপ Altroz হ্যাচব্যাক গাড়িতে ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বেনিফিট।

Tata Altroz: ডিসকাউন্ট

Tata Altroz MT পেট্রোল ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট চলছে। অন্যদিকে গাড়িটির DCA ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকার কর্পোরেট বেনিফিট।

আবার Tata Altroz-এর ডিজেল ভার্সনে পাওয়া যাচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ২৫,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১০,০০০ টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ৫,০০০ টাকা। প্রসঙ্গত, Altroz প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি সাতটি রঙের বিকল্পে এবং ন’টি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। এছাড়া রয়েছে চার ধরনের পাওয়ারট্রেন অপশন। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার টার্বো পেট্রোল মোটর, ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন এবং সিএনজি ট্যাঙ্ক সহ ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন।

জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ছাড়ের অঙ্ক আলাদা হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে। প্রসঙ্গত, Tata Altroz ভারতের একমাত্র হ্যাচব্যাক মডেল, যেটি গ্লোবাল এনক্যাপ থেকে ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে।

Show Full Article
Next Story