Tata Altroz Racer: মারুতি-হুন্ডাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে টাটা অলট্রোজ রেসারের বুকিং শুরু হল

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে চলেছে Tata Altroz Racer। তার আগে টাটা মোটরসের কয়েকটি ডিলারশিপে গাড়িটির...
SUMAN 30 May 2024 8:08 PM IST

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে চলেছে Tata Altroz Racer। তার আগে টাটা মোটরসের কয়েকটি ডিলারশিপে গাড়িটির আনঅফিসিয়াল অগ্রিম বুকিং চালু হয়ে গিয়েছে। টাটা অলট্রোজের এই স্পোর্টি ভার্সন বুক করার জন্য ২১,০০০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই গাড়ির স্পেসিফিকেশন বিস্তারিত জানা যায়নি। লঞ্চের পর তা প্রকাশ্যে আসবে।

সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, Tata Altroz Racer দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। চলবে ১১৮ বিএইচপি ক্ষমতার ১.২ লিটার টার্বো পেট্রল ইঞ্জিনে। লেটেস্ট অফিসিয়াল টিজার, গাড়িটিতে অ্যাডজাস্টেবল সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফের উপস্থিতি নিশ্চিত করেছে।

Tata Altroz Racer টিজার

অরিজিনাল অলট্রোজের তুলনায় নতুন রেসার ভার্সনে থাকছে অতিরিক্ত ফিচার্স দেখা যাবে। যেমন হেড আপ ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ওয়্যারলেস চার্জার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, নতুন গ্রাফিক্স সহ আপডেটেড ডিজিটাল ক্লাস্টার এবং ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

নতুন Tata Altroz Racer -এ ডুয়েল টোন কালার স্কিম নজরে পড়বে। অরেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে ব্ল্যাক রুফ দেওয়া হয়েছে। এতে উপস্থিত একটি শার্ক ফিন অ্যান্টেনা এবং ফ্রন্ট ফেন্ডারে ‘Racer’ ব্যাজিং। লঞ্চের পর Hyundai i20 N Line -এর সাথে সম্মুখ সমরে নামবে টাটা অলট্রোজ রেসার। দাম প্রায় ১০ লাখ টাকা হতে পারে।

Show Full Article
Next Story