Tata Avinya: টাটার হাত ধরে আসছে দেশের সর্বাধুনিক গাড়ি, রূপে-গুণে বাজার তোলপাড় করবে

বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। এ কথা যে সব সংস্থা যত আগে উপলব্ধি করবে, তারা প্রতিপক্ষদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। যা...
SUMAN 22 July 2023 4:08 PM IST

বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। এ কথা যে সব সংস্থা যত আগে উপলব্ধি করবে, তারা প্রতিপক্ষদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। যা বুঝতে বাকি নেই টাটা মোটরস (Tata Motors)-এর। তাই আগামী কয়েক বছরের মধ্যে ঝুলির সমস্ত আইসি ইঞ্জিনের গাড়ি ইলেকট্রিক ভার্সনে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে তারা। বর্তমানে Harrier EV ও Curvv EV-এর উপর কাজ চালাচ্ছে টাটা। তবে সংস্থার সবচেয়ে আধুনিক তথা দেশের সবচেয়ে ফিউচারিস্টিক ইভি মডেল হচ্ছে Tata Avinya। এই প্রতিবেদনে বহু আলোচিত গাড়িটির সম্পর্কে বিস্তারিত জেনে নেবো আমরা।

Tata Avinya : ডিজাইন

Tata Avinya এখনও কনসেপ্ট ভার্সনেই রয়েছে। টাটা সূত্রে দাবি, Avinya-তে ইলেকট্রিক গাড়ির সর্বাধুনিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। এর সামনে আছে ছোট লাইট বাল্ব সমেত বৃহৎ গ্রিল। আবার ডিআরএল ডিজাইনের মাধ্যমে টাটার লোগো ফুটিয়ে তোলা হয়েছে। সাইড প্রোফাইলে দেওয়া হয়েছে শার্প ডিজাইন। কনসেপ্ট মডেল হওয়ার কারণে এতে ORVM অনুপস্থিত। সামনের মত পেছনেও এলইডি টেললাইট উপস্থিত।

Tata Avinya : স্পেসিফিকেশন

একটি স্কেটবোর্ড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই Avinya। তৃতীয় প্রজন্মের গাড়িটি ৫০০-এর বেশি কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। যদিও রেঞ্জের নির্দিষ্ট অঙ্ক এখনই বলা সম্ভব নয়। তবে ফ্লাগশিপ গাড়িতে নেতৃত্ব প্রদানকারী মডেলের ন্যায় রেঞ্জ মিলবে বলেই আশা করা হচ্ছে।

Tata Avinya : ইন্টেরিয়র

Tata Avinya-র কেবিনটি ঝাঁ চকচকে ফিচার দ্বারা সজ্জিত। তবে কনসেপ্ট মডেল হওয়ার কারণে এতে বেশ কিছু বৈশিষ্ট্যের অনুপস্থিতি রয়েছে। যেমন – ইনফোটেনমেন্ট সিস্টেম সমেত ড্যাশবোর্ড। টাটা জানিয়েছে তাদের এই গাড়িতে ভয়েস কন্ট্রোল ফিচার দেওয়া হবে। এছাড়া বহির্ভাগে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের দেখা মিলবে। এতে থাকছে টু-স্পোক স্টিয়ারিং হুইল। যা সংস্থার আসন্ন মডেলগুলিতেও দেখা মিলবে।

Tata Avinya : লঞ্চের সময়কাল

Avinya হচ্ছে টাটার স্বপ্নের গাড়ি। বর্তমানে সংস্থাটি Harrier EV ও Curvv EV আনার প্রস্তুতি চালাচ্ছে। যদিও Curvv এখনও কনসেপ্ট ভার্সনেই আছে। তাই গাড়িটি লঞ্চ দেখার জন্য এখনও বেশ কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। টাটা জানিয়েছে তাদের এই Avinya ২০২৫-এ বাজারে আনা হবে।

Show Full Article
Next Story