একবার দেখলেই চোখ জুড়িয়ে যাবে, বাজারে শোরগোল ফেলে Tata আনল Curvv SUV

Curvv SUV-কে ঘিরে টাটা মোটরসের (Tata Motors) দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো...
SUMAN 1 Feb 2024 8:21 PM IST

Curvv SUV-কে ঘিরে টাটা মোটরসের (Tata Motors) দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এর মঞ্চে অবশেষে প্রোডাকশন অবতারে আত্মপ্রকাশ করল গাড়িটি। আইসি এবং ইলেকট্রিক উভয় ভার্সনে গাড়িটি লঞ্চ করবে টাটা। সম্প্রতি গাড়িটির পেটেন্ট ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে, যা এই বছর দ্বিতীয়ার্ধে বাজারে লঞ্চের সম্ভাবনা জোরদার করেছে।

Tata Curvv SUV

গত বছর জানুয়ারির অটো এক্সপো-তে টাটার প্রদর্শিত Curvv SUV-র তুলনায় এবারের ডিজাইনে সামান্য ফারাক রয়েছে। এবারের মডেলে আপডেট হিসেবে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল এবং টাটার লেটেস্ট ডিজাইনের Nexon, Punch, Harrier ও Safari-র থেকে অনুপ্রাণিত লাইটবার। আবার গ্রিল, বাম্পার এবং হেডলাইটেও নতুনত্বের ছোঁয়া দেওয়া হয়েছে। সামনের এয়ার ভেন্ট-এর পজিশন বদলানোর পাশাপাশি বাতাস ভেতরে আসার জায়গাটি বাম্পারের নিচে প্রতিস্থাপন করা হয়েছে।

আবার Curvv-এর সামনে একটি স্কিড প্লেট যোগ করেছে টাটা। এছাড়া গত বছর প্রদর্শিত গাড়িটির সাথে এবারের মডেলের সার্বিক ডিজাইন বলতে গেলে একই রয়েছে। লেটেস্ট ভার্সনে আরও যোগ হয়েছে নতুন অ্যালয় হুইল, ব্ল্যাক ক্ল্যাডিং সহ বৃহত্তর হুইল আর্চ এবং ফ্লাশ ডোর হ্যান্ডেল। এছাড়া পেছনের কানেক্টেড এলইডি টেল লাইটেও সামান্য পরিবর্তন নজরে পড়েছে।

Nexon SUV-র সাথে Curvv SUV-র বহিরঙ্গের নকশা অনুরূপ। যদিও আকার আকৃতিতে কার্ভ বড়। এটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৪,৩০৮ মিমি, ১,৮১০ মিমি, ১,৬৩০ মিমি ও ২,৫৬০ মিমি। আবার লাগেজ বহন করার জন্য ৪২২ লিটারের বুট স্পেস বর্তমান।

Tata Curvv SUV-র হুডের নিচে দেওয়া হয়েছে ১.৫ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১১৩ বিএইচপি এবং ২৬০ এনএম টর্ক উৎপন্ন হবে। ৬-গতির ম্যানুয়াল গিয়ারবক্স সমেত এসেছে এটি। যেখানে গত বছর অটো এক্সপো-তে প্রদর্শিত কার্ভ-এ দেওয়া হয়েছিল ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যদিও প্রোডাকশন ভার্সনে কোন ইঞ্জিন থাকছে, তা এখনই নিশ্চিতভাবে বলা হয়নি।

Show Full Article
Next Story