Hyundai Creta-র দিন শেষ, SUV-র জগতে এবার Tata-র রাজ, আসছে তুরুপের তাস!
বিগত কয়েক বছরে প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে টাটা মোটরস (Tata Motors) একের পর এক চমক দিয়ে চলেছে। এর ফলও মিলছে হাতেনাতে।...বিগত কয়েক বছরে প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে টাটা মোটরস (Tata Motors) একের পর এক চমক দিয়ে চলেছে। এর ফলও মিলছে হাতেনাতে। হু হু করে বাড়ছে ক্রেতার সংখ্যা। এবারে নতুন ধামাকা হিসেবে টাটা আনতে চলেছে ‘অটো এক্সপো ২০২৩’ এবং ‘ভারত গ্লোবাল মোবিলিটি এক্সপো ২০২৪’-এ প্রদর্শিত তাদের কার্ভ এসইউভি (Curvv SUV)। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যুপ স্টাইলের গাড়িটি ইলেকট্রিক ও জীবাশ্ম, উভয় ভার্সনে হাজির হবে। এ বছরের শেষের দিকে অফিশিয়ালি লঞ্চ হবে এটি।
ভারতের মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে Tata Curvv ঝড় তুলবে বলেই আশা করা হচ্ছে। এটি টাটার অধি সাধের প্রকল্প। বাজারে গাড়িটির প্রতিপক্ষদের তালিকায় রয়েছে – Hyundai Creta, Kia Sonet ইত্যাদি। বক্সি ডিজাইন সমেত এই ক্যুপ এসইউভি মডেলে রয়েছে নজরকাড়া লুক। Creta-র মতো অতি জনপ্রিয় গাড়ির জনপ্রিয়তায় ভাগ বসাতেই এটি আনছে টাটা। চলুন Tata Curvv-এর খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Tata Curvv : পাওয়ারট্রেন
Nexon ও Punch-এর পর Tata Curvv গাড়িটি ব্যাটারি ও আইসিই, উভয় ভার্সনে আনার পরিকল্পনা করছে টাটা। এতে থাকতে পারে একটি ১.২ লিটার টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন, যা Nexon ও Altroz-এ উপস্থিত। আবার ডিজেল ভ্যারিয়েন্টে দেওয়া হতে পারে একটি ১.৫ লিটার ডিজেল মোটর। ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি। এর ইভি মডেলটি ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পথ ছুটবে বলে আশা করা হচ্ছে।
Tata Curvv : ফিচার্স
বিগত কয়েক বছরে টাটার কার্যকলাপে উঠে এসেছে যে, তারা অত্যাধুনিক প্রযুক্তিতে বিশেষভাবে নজর রাখছে। দৃষ্টান্ত হিসেবে রয়েছে ফেসলিফ্ট Nexon, Harrier ও Safari। আশা করা হচ্ছে, Curvv-এও এমন আধুনিকতার ছোঁয়া থাকবে। এতে দেখা মিলতে পারে মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, এখানে প্রথাগত বাটনের বদলে টাচ প্যানেল উপস্থিত থাকবে। মাঝখানে থাকবে ইলুমিনেটেড ব্র্যান্ড লোগো। এছাড়া ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ফ্রি স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম পরিলক্ষিত হতে পারে।
Tata Curvv : সেফটি
ক্র্যাশ টেস্টে Tata Curvv ফাইভ-স্টার রেটিং অর্জন করবে বলে আশা করা হচ্ছে। তেমনটি হলে ক্রেতাদের থেকে এটি যে ব্যাপক সাড়া পাবে, তা জোর দিয়েই বলা যায়। জানিয়ে রাখি, সেফটি রেটিংয়ের দিক থেকে টাটার গাড়িগুলি প্রতিপক্ষদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে। উদাহরণস্বরূপ Tata Nexon, Punch, Harrier ও Safari-র এর নাম নেওয়া যায়।