পুজো উপলক্ষে বৈদ্যুতিক গাড়ির দাম 3 লক্ষ টাকা কমাল Tata, 6 মাসের চার্জিং পুরো ফ্রি!

উৎসবের মরসুম উপলক্ষে বিশাল অফার নিয়ে হাজির হল টাটা মোটরস (Tata Motors)। দেশীয় সংস্থাটি তাদের Nexon EV, Punch EV, ও Tiago EV — এই তিনটি…

Tata Ev Price Cut Up To Rs 3 Lakh Punch Ev Nexon Ev Tiago Ev

উৎসবের মরসুম উপলক্ষে বিশাল অফার নিয়ে হাজির হল টাটা মোটরস (Tata Motors)। দেশীয় সংস্থাটি তাদের Nexon EV, Punch EV, ও Tiago EV — এই তিনটি বৈদ্যুতিক গাড়ির দাম 3 লক্ষ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। এছাড়া, নতুন অফারের অধীনে গাড়ি কিনলে টাটা পাওয়ারের চার্জিং স্টেশনে ছ’মাস ধরে সম্পূর্ণ বিনামূল্যে চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। আগামী 31 অক্টোবর 2024 পর্যন্ত ডিসকাউন্টে টাটার বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে।

Tata Nexon EV অফার

টাটা নেক্সনা ইভি’র দাম সবথেকে বেশি কমেছে। ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে 3 লক্ষ টাকা পর্যন্ত সস্তা হয়েছে। আগে যেখানে 14.49 লক্ষ টাকা থেকে শুরু হয়ে দাম 19.29 লক্ষ টাকা অব্দি ছিল, সেখানে এখন দাম কমে এসে 12.49 লক্ষ টাকা থেকে 16.29 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। বেস মডেলের দাম 2 লক্ষ টাকা ও টপ স্পেক ভ্যারিয়েন্টের মূল্য 3 লক্ষ টাকা কমেছে।

আরও পড়ুন : Samsung Galaxy A16 5G দুরকম প্রসেসর সহ বাজারে আসছে, থাকবে পাওয়ারফুল ব্যাটারি

Tata Punch EV ও Tiago EV অফার

অফারের আগে টাটা পাঞ্চ ইভি’র দাম 10.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 14.99 লক্ষ টাকা পর্যন্ত ছিল। গাড়িটি ডিসকাউন্টের পর এখন দাম 9.99 লক্ষ টাকা থেকে 13.79 লক্ষ টাকা পর্যন্ত। বেস মডেলের দাম 1 লক্ষ টাকা কমেছে। অন্যদিকে, হাই-স্পেক ভ্যারিয়েন্ট 1.20 লক্ষ টাকা সস্তা হয়েছে।

টাটা টপ-স্পেক টিয়াগো ইভি’র দামও 40,000 টাকা কমিয়েছে। এখন দাম 10.99 লক্ষ টাকা। তবে বেস ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত, যা 7.99 লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি এক্স-শোরুম প্রাইস। জানিয়ে রাখি, টাটা মোটরস তাদের পেট্রল ও ডিজেল গাড়িতেও ফেস্টিভ অফার হিসাবে 1.80 লক্ষ টাকা অব্দি ছাড় দিচ্ছে।

আরও পড়ুন : পুজোর বাজার কাঁপাতে 10,000 টাকা সস্তায় লঞ্চ হল Hero Xtreme 160R-এর ব্র্যান্ড নিউ এডিশন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন