Tata Frest: দুর্ধর্ষ গাড়ি লঞ্চ করে তাক লাগাবে টাটা, নতুন নাম রেজিস্টার করে ঝড়ের ইঙ্গিত
টাটা মোটরস (Tata Motors) ভারতে ফ্রেস্ট (Frest) নামের ট্রেডমার্ক দায়ের করল। সূত্রের দাবি, ভারতীয় সংস্থাটি তাদের এই নতুন...টাটা মোটরস (Tata Motors) ভারতে ফ্রেস্ট (Frest) নামের ট্রেডমার্ক দায়ের করল। সূত্রের দাবি, ভারতীয় সংস্থাটি তাদের এই নতুন নাম Tata Curvv-এর চূড়ান্ত মডেলে ব্যবহার করতে পারে। উল্লেখ্য, এপ্রিল ২০২২-এ গাড়িটির কনসেপ্ট মডেল বৈদ্যুতিক ভার্সনে বিশ্ববাজারে উন্মোচিত করেছিল টাটা। আবার ২০২৩ অটো-এক্সপো-তে Curvv-এর আইসিই মডেলটিরও ঝলক দেখানো হয়েছিল।
Tata Frest নামে আগমন ঘটতে পারে Curvv-এর
এটি Tata Nexon-এর আসন্ন মডেলের উপর ভিত্তি করে আসবে। ইতিমধ্যেই একাধিকবার যার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। Curvv-এ থাকছে ক্যুপ-এর মতোন রুফলাইন, যা আমরা এর কনসেপ্ট ভার্সনেও দেখেছিলাম। আশা করা যায়, গাড়িটির চূড়ান্ত ভার্সনের ডিজাইনেও এর সাথে মিল থাকবে।
নতুন নেক্সন এবং কার্ভ – উভয় মডেলের সামনের অংশের ডিজাইন প্রায় সমান থাকবে। সম্প্রতি নেক্সন-এর ইন্টেরিয়ার ছবি ফাঁস হয়েছে। আবার কার্ভ-এর কেবিনের ডিজাইন সম্প্রতি স্পট করা গিয়েছে। এতে কনসেপ্ট মডেলের মতোই একটি নতুন স্টিয়ারিং হুইলের দেখা মিলেছে। এছাড়া মাঝখানে টাটা লোগো উপস্থিত।
সাম্প্রতিক লিক হওয়া ছবিতে সেন্টার কনসোলে একটি টাচ প্যানেলের দেখা মিলেছে। আবার প্যানেলে একটি সিএনজি বাটন-এরও উপস্থিতি চোখে পড়েছে। এর অর্থ Tata Curvv গাড়িটি পেট্রোল ডিজেলের পাশাপাশি সিএনজি ইঞ্জিনেও হাজির করা হবে। আবার বৈদ্যুতিক ভার্সনেও আনা হবে গাড়িটি।