দুর্দান্ত মাইলেজ নিয়ে নয়া অবতারে কামব্যাক Tata-র দুই জনপ্রিয় গাড়ির, শুরু হল বুকিং

Nexon Facelift ও Nexon EV Facelift লঞ্চের পর এবারে আরও দুটি মডেল বাজারে আনার তোড়জোড় শুরু করেছে টাটা মোটরস (Tata Motors)। এগুলি হল – 2023…

Nexon Facelift ও Nexon EV Facelift লঞ্চের পর এবারে আরও দুটি মডেল বাজারে আনার তোড়জোড় শুরু করেছে টাটা মোটরস (Tata Motors)। এগুলি হল – 2023 Tata Harrier ও Safari। আগামী মাসেই লঞ্চ হবে বলে জল্পনা শোনা গেলেও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি টাটা। এমতাবস্থায় এক অটো পোর্টাল দাবি করেছে, টাটার কিছু ডিলারশিপ গাড়ি দুটির আনঅফিশিয়াল বুকিং নেওয়া শুরু করেছে। ফেসলিফ্ট ভার্সনের Harrier ও Safari বুকিং করতে লাগছে যথাক্রমে ২৫,০০০ ও ২১,০০০ টাকা। এদিকে জল্পনা শোনা যাচ্ছে, গাড়ি জোড়া এবারে ১.৫ লিটার টার্বোচার্জড DI পেট্রোল ইঞ্জিন পেতে চলেছে।

Tata Harrier ও Safari-র নতুন ভার্সনে থাকছে এই বৈশিষ্ট্য

টাটা নতুন ১.৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিনটি নির্গমনের নয়া মাপকাঠি BS6 Phase2 পালন করে আসবে। এটি ৮০% পেট্রোলের সাথে ২০% ইথানলের মিশ্রিত E20 জ্বালানিতে চলতে পারবে। টাটার দাবি এতে গাড়িটির মাইলেজ ও পারফরম্যান্স উভয়ই বৃদ্ধি পাবে। যার কৃতিত্ব অনেকটাই অ্যালুমিনিয়াম কনস্ট্রাকশনের।

জ্বালানী সাশ্রয়ে সহায়ক হয়েছে গাড়ি দুটির ওয়াটার কুল্ড ভেরিয়েবল জিওমেট্রি টার্বো চার্জার, ডুয়েল ক্যাম ফেজিং, সিলিন্ডার হেড পিছু ইন্টিগ্রেটেড এগজস্ট ম্যানিফোল্ড এবং ভেরিয়েবল ওয়েল পাম্প প্রযুক্তি। টাটার নতুন ইঞ্জিন এক্সটেন্ডেড সার্ভিস লাইফ দেবে। এর আউটপুট ১৭০ বিএইচপি এবং ২৮০ এনএম। এই একই পাওয়ারট্রেন Curvv coupe SUV-তেও ব্যবহার করা হবে।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে Harrier ও Safari-তে থাকছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) প্রযুক্তি। এতে ফিচার হিসেবে দেওয়া হচ্ছে নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, নেভিগেশন সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইলুমিনেটেড লোগো সহ নয়া টু-স্পোক স্টিয়ারিং হুইল ইত্যাদি।

Harrier ও Safari-র ডিজাইন আপডেট Curvv কনসেপ্টের থেকে নেওয়া হয়েছে। গাড়ি দুটির সামনে রয়েছে নতুন ডিজাইনের গ্রিল, টুইক ফ্রন্ট ও রিয়ার বাম্পার, রিডিজাইন অ্যালয় হুইল, একটি লাইট বার দ্বারা সংযুক্ত এলইডি টেললাইট এবং সিকুয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন