Upcoming Electric Cars: এ বছর নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে টাটা এবং মাহিন্দ্রা, সবচেয়ে সস্তা হবে কোন তিনটি মডেল? জানুন

বিগত এক-দু'বছরে ভারতে বৈদ্যুতিক যানবাহনের প্রতি ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। যে কারণে ২০২০-র...
SUMAN 28 March 2022 4:37 PM IST

বিগত এক-দু'বছরে ভারতে বৈদ্যুতিক যানবাহনের প্রতি ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। যে কারণে ২০২০-র তুলনায় ২০২১-এ এই ধরনের গাড়ি বিক্রি ১,২২,৬০৭ থেকে বেড়ে ৩,২৯,১৯০টি হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক চারচাকা যাত্রী গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে Tata Nexon EV। এছাড়াও, Hyundai Kona EV, MG ZS EV, Tata Tigor EV-এর মতো বৈদ্যুতিক গাড়িরও জনপ্রিয়তা বাড়ছে৷ ভারতের বাজারে উপলব্ধ। এছাড়াও Mercedes-Benz, Audi, BMW, Porsche-র মতো সংস্থাগুলির উচ্চমূল্যের একাধিক প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে উপলব্ধ৷

এদিকে দেশে প্রাপ্ত সিংহভাগ বৈদ্যুতিক গাড়ির দাম ২০ লক্ষ টাকার অধিক। কেবলমাত্র টাটা নেক্সন ইভি এবং টিগর ইভি বাদে। তবে আগামী অর্থবর্ষে ভারতে ২০ লক্ষ টাকার কম দামে একাধিক বৈদ্যুতিক গাড়ি বাজারে আসবে বলে জল্পনা চলছে। সেগুলির মধ্যে তিনটি টপ মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Mahindra e-KUV

মাহিন্দ্রা ই-কেইউভি (Mahindra e-KUV) এবছরের শেষার্ধে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ২০২০-এর অটো এক্সপো ইভেন্টে KUV100 মাইক্রো এসইউভি-র কনসেপ্ট মডেল হিসেবে Mahindra e-KUV প্রদর্শন করা হয়েছিল। শোনা যাচ্ছে ৮.৫০ লক্ষ টাকার (এক্স-শোরুম) অবিশ্বাস্য মূল্যে বাজারে হাজির হতে পারে গাড়িটি। তেমনটি হলে এটিই হবে ভারতের সর্বাধিক সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি।

Tata Altroz EV

টাটা আল্ট্রোজ ইভি (Tata Altroz EV) বাজারে এলে এটি হবে সংস্থার তৃতীয় বৈদ্যুতিক গাড়ি৷ এর দাম Tigro EV এবং Nexon EV-র মাঝামাঝি থাকবে, যা ২০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কম হবে বলেই অনুমান। ২০২২-এর পুজোর মরসুমে সংস্থার শোরুমগুলিতে হাজির হতে পারে এটি।

Mahindra e-XUV300

মাহিন্দ্রা এক্সইউভি৩০০ (Mahindra XUV300) হল সংস্থার অন্যতম একটি বেস্টসেলিং মডেল। এসইউভি গাড়ির বাজারে অগ্রগণ্য সংস্থাটি গাড়িটির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট এ বছরই বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। Tata Nexon EV-র সাথে টক্কর দেবে এটি। ২০২২-২৩ অর্থবর্ষে শেষের দিকে লঞ্চ হতে পারে Mahindra e-XUV300।

Show Full Article
Next Story