Tata Motors: সস্তায় পাবেন আর 9 দিন, সব গাড়ি, SUV, EV-র দাম বাড়াচ্ছে টাটা মোটরস

নতুন বছর শুরু হতেই তাদের সমস্ত প্যাসেঞ্জার ভেহিকেলের মূল্যবৃদ্ধির খবর ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। মডেল পিছু দাম ০.৭% বাড়াচ্ছে তারা। সামনের মাসের প্রথম…

নতুন বছর শুরু হতেই তাদের সমস্ত প্যাসেঞ্জার ভেহিকেলের মূল্যবৃদ্ধির খবর ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। মডেল পিছু দাম ০.৭% বাড়াচ্ছে তারা। সামনের মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে নতুন মূল্য কার্যকর করা হবে। ফলে হাতে আর এক সপ্তাহের বেশি সময় রয়েছে। তাই গাড়ি কেনার চিন্তা-ভাবনা থেকে থাকলে এর মধ্যে কিনে নিন, পকেটের কিছুটা সাশ্রয় হবে।

১ ফেব্রুয়ারি থেকে Tata গাড়ির দাম বাড়াচ্ছে

মূল্যবৃদ্ধির কারণ স্বরূপ টাটা জানিয়েছে, ইনপুট খরচ বেড়ে যাওয়ার জন্যই তারা এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তবে দাম বৃদ্ধির পর কোন গাড়ির মূল্য কোথায় দাঁড়িয়েছে, তা এখনও অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। জানিয়ে রাখি, টাটা ছাড়াও নতুন বছরে দাম বৃদ্ধির পথে হেঁটেছে Maruti Suzuki, Audi, Mahindra ইত্যাদি সংস্থা।

জীবাশ্ম জ্বালানির গাড়ি ছাড়াও ইলেকট্রিক ভেহিকেলের দামেও পরিবর্তন এনেছে টাটা। এদিকে সংস্থা সম্প্রতি তাদের মাইক্রো এসইউভি Punch EV লঞ্চ করেছে। এরপরই তারা দাম বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানালো। বর্তমানে এটি ছাড়াও সংস্থার ইভি পোর্টফোলিওতে রয়েছে – Tiago EV, Tigor EV ও Nexon EV।

গত দু’মাসে টাটা মোটরস ও মারুতি সুজুকি ছাড়াও আরও অন্যান্য গাড়ি নির্মাতা দাম বাড়ানোর পথ বেছে নিয়েছে। উৎপাদন খরচ, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার সাথে মুদ্রাস্ফীতি’কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে কোম্পানিগুলি। বলাবাহুল্য, নতুন বছরে এই দাম বৃদ্ধি ক্রেতাদের পকেটে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এতে করে বিকৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন