Tata Motors: হাতে আর 10 দিন, জুলাই থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে টাটা মোটরস

ব্যবসার জন্য যারা টাটা মোটরসের (Tata Motors) কমার্শিয়াল ভেহিকেল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দুঃসংবাদ শোনালো...
SUMAN 20 Jun 2024 7:05 PM IST

ব্যবসার জন্য যারা টাটা মোটরসের (Tata Motors) কমার্শিয়াল ভেহিকেল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দুঃসংবাদ শোনালো সংস্থা। আগামী ১ জুলাই, থেকে টাটা বাণিজ্যিক গাড়ির মূল্য ২% বাড়াতে চলেছে। মূল্যবৃদ্ধির কারণ হিসেব কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে টাটা। এই একই কারণে এ বছরের শুরুতেও দাম বাড়িয়েছিল তারা। কমার্শিয়াল ভেহিকেলের সমস্ত মডেলের প্রতিটি ভ্যারিয়েন্ট মহার্ঘ করেছে টাটা।

Tata Motors কমার্শিয়াল ভেহিকেলের দাম বাড়াল

২০২৪ শুরু হওয়ার পর থেকে টাটা তাদের কমার্শিয়াল ভেহিকেলের দাম এই নিয়ে তিনবার বাড়ালো। জানুয়ারিতে ৩% এবং এপ্রিলে ২% বাড়ানো হয়েছিল গাড়ির মূল্য। সম্প্রতি কমার্শিয়ালের সাথে প্যাসেঞ্জার ভেহিকেলের ব্যবসার বিভক্তিকরণের পর মূল্যবৃদ্ধির পথে হাঁটল টাটা।

যাই হোক, টাটা বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে তারা ১৬,০০০ থেকে ১৮,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। ২০২৬-এর মার্চের মধ্যে ছয়টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এটি বিশেষ কার্যকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যাত্রীবাহী গাড়ির ব্যবসায় লাভ বেশি হওয়ার কারণে টাটা বর্তমানে উক্ত সেগমেন্টে জোর বাড়ানো শুরু করেছে। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে তারা ভারতীয় প্যাসেঞ্জার ভেহিকেলের মার্কেট ২০ শতাংশ দখলের লক্ষ্যমাত্রা স্থির করেছে। ২০২৩-২৪ এ অর্থাৎ বর্তমানে যাত্রীবাহী গাড়ির বাজারে ১৩.৮১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে টাটার দখলে।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms