টাটা মোটরস (Tata Motors) এই মাস থেকেই তাদের সমস্ত যাত্রী গাড়ির দাম বাড়াতে চলেছে। জুলাই মাস থেকে এই নিয়ে তৃতীয়বার বাড়ছে সংস্থাটির প্যাসেঞ্জার গাড়ির মূল্য। নতুন দাম কার্যকর হবে ৭ নভেম্বর, সোমবার থেকে। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে টাটা মোটরস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত জুলাই ও সেপ্টেম্বর মাসে সংস্থাটির যাত্রী গাড়ির দাম যথাক্রমে ০.৫৫ এবং ০.৮ শতাংশ হারে বাড়ানো হয়েছিল। টাটা বলেছে, কাঁচামালের দাম ঊর্দ্ধমুখী হওয়ার ফলে বাড়তি খরচের অনেকটাই তারা পুষিয়ে নিচ্ছে। কিন্তু উৎপাদন খরচ মাথাচাড়া দেওয়ার ফলে সামান্য মূল্যবৃদ্ধির পথে হেঁটে পরিস্থিতি সামাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে ভারতের বাজারে ১৩টি মডেলের গাড়ি বিক্রি করে টাটা। ভ্যারিয়েন্টের সংখ্যা শতাধিক। তাদের সর্বাধিক জনপ্রিয় মডেলগুলি হল Nexon, Safari, Harrier, Altroz, Tiago, Tigor, প্রভৃতি। গত মাসে তাদের ৪৫,৪২৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, গত বছর একই সময়ে বেচাকেনার অঙ্ক ছিল ৩৪,১৫৫। ফলে এক বছরের ব্যবধানে গাড়ি বিক্রি ৩৩% বেড়েছে।
অন্যদিকে, গত মাসে সংস্থা ভারত ও এক্সপোর্ট মার্কেট মিলিয়ে মোট ৪,২৭৭টি ইলেকট্রিক গাড়ি বেচেছে। ২০২১-এর অক্টোবরে যা ছিল ১,৬৬০ ইউনিট। ফলে আগের বছরের অক্টোবরের তুলনায় গত মাসে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে ১৫৮ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।