Tata Ace EV 1000: ফুল চার্জে চলে 161 কিমি, সঙ্গে 1 টন মালপত্র নিতে সক্ষম টাটার নতুন ইভি

ইদানিং মিনি পিকআপ ট্রাকের বাজারেও বৈদ্যুতিক মডেলের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। প্রচুর মালপত্র বহনে সক্ষম এবার তেমনই এক ইলেকট্রিক মিনি ট্রাক লঞ্চ করল দেশের অন্যতম নামজাদা…

ইদানিং মিনি পিকআপ ট্রাকের বাজারেও বৈদ্যুতিক মডেলের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। প্রচুর মালপত্র বহনে সক্ষম এবার তেমনই এক ইলেকট্রিক মিনি ট্রাক লঞ্চ করল দেশের অন্যতম নামজাদা অটোমোবাইল কোম্পানি টাটা মোটরস (Tata Motors)। মডেলটির নাম Tata Ace EV 1000। আকর্ষণের বিষয়, এই মিনি ট্রাকটির পণ্য বহনের সক্ষমতা ১ টন।

Tata Ace EV 1000 মিনি ইলেকট্রিক ট্রাক হাজির

Tata Ace EV 1000 ফুল চার্জে ১৬১ কিলোমিটার পথ দৌড়াবে বলে দাবি করেছে সংস্থা। এতে রয়েছে অ্যাডভান্সড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ফ্লিট এজ টেলিম্যাটিক্স সিস্টেম এবং বলিষ্ঠ ও সর্বোত্তম আপটাইম। Ace EV 1000-এ উপস্থিত বিভিন্ন জিনিস পরিবহণের জন্য কার্গো ডেক। এটি টাটার কমার্শিয়াল ভেহিকেল ডিলারশিপ থেকে বিক্রি করা হবে।

Tata Ace EV 1000 লঞ্চ করে সংস্থার সহ-সভাপতি এবং ব্যবসায়িক প্রধান (SCV&PU) বিনয় পাঠক বলেছেন, “গত দু’বছর ধরে Ace EV আমাদের বিভিন্ন লাভদায়ক ও দীর্ঘস্থায়ী সুবিধা দিয়ে চলেছে। দূষণহীন গাড়ি হিসেবে লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে এটি।” তিনি যোগ করেন, কম খরচে মালিকানা গ্রহণ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে Ace EV 1000 অবদান রাখবে বলে আমরা আত্মবিশ্বাসী।”

Tata Ace EV 1000-তে দেওয়া হয়েছে EVOGEN চালিত একটি পাওয়ারট্রেন। এর ব্যাটারিতে ৭ বছর এবং মেইন্টেনেন্স প্যাকেজে ৫ বছরের ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। অ্যাডভান্স ব্যাটারি কুলিং সিস্টেম থাকার জন্য যেকোনো আবহাওয়াতেই এগুলি সুরক্ষিত থাকবে। রেঞ্জ যাতে বেশি পাওয়া যায় সেজন্য রয়েছে রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ২৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হবে ১৩০ এনএম টর্ক। পণ্য বোঝাই অবস্থায় এতে সেগমেন্টের মধ্যে সেরা পিকআপ মিলবে বলে দাবি টাটার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন