Tata Motors এর দাপট সেপ্টেম্বরেও অব্যাহত, গাড়ি বিক্রির নয়া রেকর্ড

দেশীয় অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) সেপ্টেম্বরে দেশে ও বিদেশে তাদের যাত্রী গাড়ি বিক্রি পরিসংখ্যান প্রকাশ...
SUMAN 3 Oct 2022 7:04 PM IST

দেশীয় অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) সেপ্টেম্বরে দেশে ও বিদেশে তাদের যাত্রী গাড়ি বিক্রি পরিসংখ্যান প্রকাশ করল। আগের মাসের পারফরম্যান্স হাসি ফুটিয়েছে সংস্থার মুখে। এমনকি সংস্থার প্রকাশিত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেচাকেনার পরিসংখ্যানেও চমক দেখা গিয়েছে। টাটার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত তারা সবমিলিয়ে ২,৪৩,৩৮৭টি গাড়ির চাবি নতুন ক্রেতার হাতে তুলে দিয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ১,৭১,২৭০। ফলে এবারে ব্যবসায় উন্নতির হার ৪২.১ শতাংশ।

গত মাসে টাটার ৮০,৬৩৩টি গাড়ি ভারতীয় গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। আগের বছর এই পরিমাণটি ছিল ৫৫,৯৮৮। ফলে এবারে গাড়ির বিক্রিতে ৪৪% উত্থান ঘটতে দেখা গিয়েছে। সেপ্টেম্বরে টাটার মোট ৪৭,৬৫৪টি যাত্রী গাড়ি বিক্রি হয়েছে। যা আগের বারের চাইতে ২১,৯২৪টি বেশি। আবার এসইউভি (SUV) গাড়ির বিক্রি ৬৬% বাড়তে দেখা গিয়েছে। আইসিই মডেলের আগের বছর সেপ্টেম্বরে ২৪,৬৫২টির চাইতে এবারে ৪৩,৯৯৯টি বেচাকেনা হওয়ায় বিক্রি ৭৮% বেশি হয়েছে।

অন্যদিকে গত মাসে টাটা ভারতে মোট ৩,৬৫৫টি বৈদ্যুতিক গাড়ি বেচেছে। আগের বছর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ১,০৭৮ থাকায়, এবারে বিক্রিতে ২৩৯% অগ্রগতি চোখে পড়েছে। আবার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটারি চালিত মডেলের মোট বেচাকেনা হয়েছে ১১,৫২২। ২০২১-এ এর পরিমাণ ২,৭০৪ থাকায় এবারে বিক্রি ৩২৬% বৃদ্ধি পেতে দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র মন্তব্য করেন, “গত ত্রৈমাসিকে টাটা মোট ১,৪২,৩২৫ ইউনিট প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি করে নতুন উচ্চতায় আসীন হয়েছে। সেপ্টেম্বরে ৪৭,৬৫৪টি গাড়ির বিক্রি ছিল কোম্পানির এখনও পর্যন্ত এক মাসে সর্বাধিক বেচাকেনা। ২০২১-এর চাইতে ৮৫% বিক্রিতে অগ্রগতি ঘটেছে। Nexon এবং Punch এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। কোয়াটারলি বিক্রিতে এদের অবদান ৬৬%। ১১,৫২২ ইউনিট বিক্রির মধ্য দিয়ে ইলেকট্রিক ভেহিকেলেও কোম্পানি আরও একবার নিজেদের রেকর্ড ভাঙতে পেরেছে। ২০২১-২২-এর দ্বিতীয় ত্রৈমাসিকের চাইতে এবারে বিক্রি ৩২৬% বৃদ্ধি পেয়েছে।

Show Full Article
Next Story