Tata Motors এর বিজয়রথ ছুটছে দুর্নিবার গতিতে, ইলেকট্রিক গাড়ি বিক্রির সব রেকর্ড ভেঙে তছনছ করল

ভারতে যাত্রীবাহী গাড়ির ব্যবসায় প্রতি মাসে কোনো না কোনো নতুন রেকর্ড গড়ছে অটোকার জায়ান্ট টাটা মোটরস (Tata Motors)। বিগত কয়েক মাসে বিক্রিতে ব্যাপক উত্থান ঘটেছে…

ভারতে যাত্রীবাহী গাড়ির ব্যবসায় প্রতি মাসে কোনো না কোনো নতুন রেকর্ড গড়ছে অটোকার জায়ান্ট টাটা মোটরস (Tata Motors)। বিগত কয়েক মাসে বিক্রিতে ব্যাপক উত্থান ঘটেছে টাটার। জুলাইয়েও যার ধারা অব্যাহত। গত মাসে সব মিলিয়ে ৪৭,৫০৫ ইউনিট যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে তারা। গত বছর জুলাইয়ে বেচাকেনার পরিমাণ ৩০,১৮৫ থাকায় এবারে বিক্রি ৫৭% বৃদ্ধি পেয়েছে।

এক্সপোর্ট ইউনিট মিলিয়ে দেশের বাজারে যাত্রী ও বাণিজ্যিক গাড়ির বিক্রি ও রপ্তানি মিলিয়ে জুলাইয়ে মোট ৮১,৭৯০টি যানবাহন বেচেছে টাটা। এক্ষেত্রেও ২০২১-এর উক্ত সময়ের তুলনায় বিক্রিতে ৫১% উত্থানের খবর সামনে এসেছে। গতবারে টাটা মোট ৫৪,১১৯টি গাড়ি বিক্রি করতে পেরেছিল। আবার ভারতের বৃহত্তম বৈদ্যুতিক যাত্রীবাহি গাড়ি সংস্থা হিসেবে গত মাসেও জয়জয়কার টাটার। জুলাইয়ে সংশ্লিষ্ট সেগমেন্টে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে তারা।

Tata Nexon EV ও Tigor EV-এর সম্মিলিতভাবে মোট ৪,০২২টি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ গত বছরের ওই সময় টাটা মাত্র ৬০৪টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে পেরেছিল। ফলে এবারে ইলেকট্রিক গাড়ির বিক্রি ৫৬৬% বৃদ্ধি পেয়েছে। যা সত্যি অভাবনীয়। পরিসংখ্যান বলছে গতমাসে সংস্থার মোট যানবাহন বিক্রিতে ৮% অবদান রেখেছে এই বৈদ্যুতিক মডেল।

আবার জুলাইয়ে ব্যাটারি চালিত গাড়ির বিক্রি জুনের বেচাকেনাকেও হার মানিয়েছে। জুনে টাটারা মোট ৩,৫০৭টি ইলেকট্রিক মডেল বিক্রি করতে সমর্থ হয়েছিল। বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে ৮০% মার্কেট শেয়ার নিজের করায়ত্ত রাখায়, দেশের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল সংস্থা হল টাটা। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত টাটার বৈদ্যুতিক গাড়ি ৯,৩০০ নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। তবে এর সাথে জুলাইয়ের বিক্রি যোগ হওয়ায় সেই সংখ্যা ১৩,০০০ পার করেছে।

প্রসঙ্গত, জুনে টাটার গাড়ি বেচাকেনা হয়েছিল ৪৫,১৯৭ ইউনিট। জুলাইয়ের বিক্রি জুনকেও ছাপিয়ে গিয়েছে। অন্য দিকে, বাণিজ্যিক গাড়ির বিক্রির প্রসঙ্গে বললে, গত মাসে ৩৪,১৫৪ ইউনিট বিক্রির ফলে টাটার গত বছর ওই সময়ে বিক্রি হওয়া ২৩,৮৪৮ ইউনিটের চেয়ে এবারে ৪৩% আধিক্য ঘটেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন