Tata Motors এর গাড়ির অভূতপূর্ব চাহিদা, দাম বাড়লেও ক্রেতাদের উৎসাহে খামতি নেই

২০২৩ এর ফেব্রুয়ারি শুরু হতেই ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) আগের মাসে তাদের যাত্রীবাহী গাড়ি বিক্রির হাল হকিকত প্রকাশ করল। বুধবার সংস্থাটি ঘোষণা…

২০২৩ এর ফেব্রুয়ারি শুরু হতেই ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) আগের মাসে তাদের যাত্রীবাহী গাড়ি বিক্রির হাল হকিকত প্রকাশ করল। বুধবার সংস্থাটি ঘোষণা করল আগের মাসে তারা মোট ৪৮,২৮৯ ইউনিট প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি করেছে। তুলনাস্বরূপ ২০২১-এর প্রথম মাসে বেচাকেনার পরিমাণ ৪০,৯৪২ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ১৮% উত্থান ঘটেছে।

শুধু ভারতের বাজারে গেল মাসে টাটা মোট ৪৭,৯৮৭টি গাড়ি বিক্রি করতে পেরেছে। আগের বছর জানুয়ারিতে যার অঙ্ক ৪০,৭৭৭ থাকায়, এবারের বেচাকেনায় ১৮% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আবার ২০২১-এর প্রথম মাসে গাড়ির রপ্তানি ১৬৫ থেকে বেড়ে এবারে ৩০২ ইউনিট হওয়ায়, এক্ষেত্রেও উত্থান দেখা গেছে।

এদিকে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে গত মাসে ভারত এবং আন্তর্জাতিক বাজারে সংস্থাটি মোট ৩৯ শতাংশ অগ্রগতি প্রত্যক্ষ করেছে। টাটার দাবি গত মাসে তারা মোট ৪,১৩৩ ইউনিট ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে। যেখানে আগের বছরে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ২,৯৮২ ইউনিট। উল্লেখ্য, জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও তারা Tiago, Punch, Tigor সহ একাধিক গাড়ির মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে।

গাড়ির দাম বাড়ানোর কারণ হিসেবে কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকেই দায়ী করা হয়েছে। টাটার জানিয়েছে গাড়ির মডেল পিছু গড়ে ১.২% দাম বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের শেষে টাটা ছাড়াও মারুতি সুজুকি সহ একাধিক সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর পথ বেছে নিয়েছে। প্রত্যেকের দাবি ইনপুট খরচ বৃদ্ধি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন