স্টক খালি করতে Tata এই SUV গাড়িতে দিচ্ছে 3.70 লাখ টাকা ডিসকাউন্ট, সীমিত সময়ের অফার

টাটা মোটরসের কিছু ডিলারের কাছে এখনও প্রি-ফেসলিফ্ট হ্যারিয়ারের স্টক রয়েছে। ডিসেম্বরে এই মডেলগুলি আরও বেশি ছাড়ে বিক্রি করার চেষ্টা চলছে। ডিলাররা এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজ বোনাস সহ মোট 3.70 লক্ষ টাকা ছাড় দিচ্ছেন।

Suman Patra 6 Dec 2024 5:02 PM IST

Tata Motors ডিসেম্বরে তাদের গাড়িগুলির উপর ছাড়ের ঘোষণা করেছে। কোম্পানি যে মডেলগুলির সাথে ছাড় দিচ্ছে তার মধ্যে রয়েছে হ্যারিয়ার, সাফারি, নেক্সন, পাঞ্চ, টিয়াগো, অল্ট্রোজ এবং টিগর। সংস্থার তরফে জানানো হয়েছে, অনেক ডিলারের কাছে এই গাড়িগুলির 2023 সালের স্টক রয়েছে। এই কারণেই গাড়িগুলির উপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। যেমন Tata Harrier SUV ডিসেম্বরে 3.70 লক্ষ টাকা কমে কেনা যাবে।

টাটা হ্যারিয়ারে 3.70 লক্ষ টাকা ছাড়

টাটা মোটরসের কিছু ডিলারের কাছে এখনও প্রি-ফেসলিফ্ট হ্যারিয়ারের স্টক রয়েছে। ডিসেম্বরে এই মডেলগুলি আরও বেশি ছাড়ে বিক্রি করার চেষ্টা চলছে। ডিলাররা এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজ বোনাস সহ মোট 3.70 লক্ষ টাকা ছাড় দিচ্ছেন। 2023 সালে লঞ্চ হওয়া নতুন মডেলটি 2.70 লক্ষ টাকা পর্যন্ত ছাড় সহ পাওয়া যাচ্ছে। যেখানে হ্যারিয়ারের 2024 মডেলটি মাত্র 45,000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে।

টাটা হ্যারিয়ারের ফিচার এবং স্পেসিফিকেশন

হ্যারিয়ারে রয়েছে 2.0 লিটার ডিজেল ইঞ্জিন, যা 167.6 বিএইচপি পাওয়ার এবং 350 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি 6-স্পিড অটোমেটিক বা 6-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত করা হয়েছে। এতে ইকো, সিটি এবং স্পোর্ট সহ তিনটি ড্রাইভ মোড রয়েছে। আবার এতে তিনটি ট্র্যাকশন মোড পাওয়া যাবে - নরমাল, রাফ এবং ওয়েট।

হ্যারিয়ারে নতুন 4-স্পোক স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ডে টাচ-ভিত্তিক এইচভিএসি কন্ট্রোল, নতুন 12.30-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি আপডেট 10.25-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে, যা নেভিগেশনও দেখাতে পারে। এই গাড়িতে হারমন অডিও ওয়ার্কস সহ 10টি জেবিএল স্পিকার সাউন্ড সিস্টেম উপস্থিত।

হ্যারিয়ার এসইউভি ইন্ডিয়া এনসিএপি ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে। এই এসইউভিতে মাল্টি এয়ারব্যাগ রয়েছে। এর অন্যান্য সুরক্ষা ফিচারের মধ্যে রয়েছে ইবিডি সহ এবিএস, ইএসপি, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, ড্রাইভার অ্যাটেনশন অ্যালার্ট, এমার্জেন্সি কল এবং ব্রেকডাউন অ্যালার্ট।

Show Full Article
Next Story