নতুন Nexon থেকে ইলেকট্রিক Punch, টাটার হাত ধরে এই বছর লঞ্চ হবে চার দুর্ধর্ষ SUV
২০২৩ শুরু হতেই ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) যেন নতুন উদ্দীপনায় সজীবিত হয়েছে। বিভিন্ন সেগমেন্টে...২০২৩ শুরু হতেই ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) যেন নতুন উদ্দীপনায় সজীবিত হয়েছে। বিভিন্ন সেগমেন্টে একের পর এক নতুন মডেল লঞ্চের মাধ্যমে ক্রেতাদের মাতিয়ে রাখতে বদ্ধপরিকর তারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ করেছে টাটা। আবার আগামীতেও একাধিক গাড়ি বাজারে হাজির করার প্রস্তুতি চালাচ্ছে। যার মধ্যে রয়েছে – নতুন Curvv SUV Coupe এবং নতুন Sierra। আবার টাটা তাদের এসইউভি-র বিদ্যমান লাইনআপ আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এবছর টাটার চারটি জনপ্রিয় এসইউভি নতুন অবতারে আসছে। আসুন সেগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
নতুন Tata Nexon
টাটা মোটরস এ বছর আগস্টে তাদের সর্বাধিক বিক্রিত কম্প্যাক্ট এসইউভি Nexon-এর আরও শক্তিশালী ভার্সন লঞ্চ করবে। নেক্সন-এর আপডেট ভার্সনটি Curvv SUV Coupe-এর সাথে আসবে। ডিজাইনে আপডেট হিসেবে থাকছে ডায়মন্ড আকৃতির ইনশার্ট সহ দ্বিখন্ডিত গ্রিল, ফুল উইদ এলইডি বার, কানেক্টেড লাইট বার সহ একটি নতুন টেলল্যাম্প, নয়া রিয়ার বাম্পার, এবং ডায়নামিক টার্ন সিগনাল।
ফিচার হিসেবে থাকছে নতুন ড্যাশবোর্ড, সেন্ট্রাল কনসোল ডিজাইন, টুগল সুইচ এবং টাচ সেন্সিটিভ বাটন সহ টু-স্পোক ফ্ল্যাট বাটন স্টিয়ারিং হুইল, নতুন সিট আপহোলস্টেরি, টাচ প্যানেল এবং HVAC কন্ট্রোলের জন্য টুগল সুইচ। আবার একটি নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে, যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সমর্থন করবে। এছাড়া থাকছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ড্রাইভ মোড সিলেক্টর, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জার। শক্তি জগতে থাকছে একটি ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা থেকে ১২৫ পিএস শক্তি এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন হবে।
নতুন Tata Harrier/Safari
বর্তমানে টাটা মোটরস তাদের ব্যাপকভাবে আপডেটেড Harrier ও Safari – গাড়ি দুটির টেস্টিং চালাচ্ছে। উভয় মডেলের ডিজাইনের সামান্য পরিবর্তন নজরে পড়েছে। আবার একটি নতুন টার্বো পেট্রোল ইঞ্জিন থাকছে এতে। ২০২৩ অটো এক্সপো-তে প্রদর্শিত Harrier EV কনসেপ্ট মডেলের থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিজাইন দেওয়া হয়েছে। ফ্রন্ট গ্রিল এবং স্প্লিট হেডল্যাম্পের সাথে সংযুক্ত থাকছে একটি এলইডি লাইটবার। আবার একটি এলইডি লাইটবার দ্বারা নতুন অ্যালয় হুইল এবং টেল ল্যাম্প সংযুক্ত থাকছে।
নতুন মডেলটিতে থাকছে একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অটো এবং অ্যাপেল কারপ্লে, একটি নতুন ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং অ্যাডাস (ADAS) টেক। নতুন এসিওভি-তে শক্তি জোগাতে থাকছে একটি ১.৫ লিটার ডিরেক্ট ইনজেকশন টার্বো পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১৭০ বিএইচপি শক্তি এবং ২৮০ এনএম টর্ক পাওয়া যাবে। অন্যদিকে এর ২.০ লিটার ডিজেল টার্বো ইঞ্জিন থেকে ১৭০ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে।
Tata Punch EV
টাটা মোটরস বর্তমানে তাদের মাইক্রো এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সনের উপর কাজ চালাচ্ছে। অক্টোবর ২০২৩-এ এটি লঞ্চ হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। ছোট এসইউভি গাড়িটির উৎপাদন জুন ২০২৩ থেকে শুরু হতে পারে। Punch EV-র মডেলটি এর আইসিই ভারসনের সাথে অনুরূপ। যদিও এতে বাড়তি ফিচার হিসেবে দেওয়া হয়েছে রিয়ার ডিস্ক ব্রেক।
Tata Punch EV নতুন ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। এটি ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং ড্রাইভ সিলেক্টর সহ হাজির হতে পারে। যা Nexon EV-তে উপস্থিত। আবার থাকছে Ziptron পাওয়ারট্রেন। একটি লিকুইড কুল্ড ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর সহ হাজির হবে গাড়িটি। Citroen eC3-এর সাথে প্রত্যক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতা এই সামিল হবে Punch EV। এর রেঞ্জ হতে পারে ৩০০ কিলোমিটারের বেশি।