Tata Motors: 8 মাসে 4 নয়া ইলেকট্রিক SUV, টাটার হাত ধরে গাড়ির জগতে ঝড়ের পূর্বাভাস

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় গ্রাহকের বাড়বাড়ন্ত সমাবেশ আকৃষ্ট করছে অটোমোবাইল সংস্থাদের। ফলে নিত্য নতুন মডেল লঞ্চের...
SUMAN 9 Aug 2023 1:06 PM IST

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় গ্রাহকের বাড়বাড়ন্ত সমাবেশ আকৃষ্ট করছে অটোমোবাইল সংস্থাদের। ফলে নিত্য নতুন মডেল লঞ্চের মাধ্যমে নিজেদের ঝুলির সম্ভার বাড়াতে উদ্বুদ্ধ হচ্ছে তারা। কে কার আগে বাজারে নিজের আধিপত্য কায়েম করতে পারে, সেই ইদুর দৌড়ে শামিল কোম্পানিগুলি। সেই তালিকায় নাম লিখিয়েছে টাটা মোটরস (Tata Motors)-ও। তারা জানিয়েছে, ২০২৪-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে চারটি নতুন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) লঞ্চ করবে। এমনকি এর মধ্যে তিনটি মডেল এবছরেই বাজারে হাজির করবে টাটা। যার মধ্যে রয়েছে সংস্থার জনপ্রিয়তম মডেল Tata Nexon EV-এর facelift ভার্সন।

Tata আনছে চারটি নতুন ইলেকট্রিক ভেহিকেল

এদিকে টাটা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা Punch EV, Harrier EV ও Curvv EV আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অটো এক্সপো ২০২৩-এ Harrier EV ও Curvv EV কনসেপ্ট মডেলের ঝলক দেখানো হয়েছিল। Curvv-এর আইসিই ভার্সনটিও প্রদর্শিত হয়েছিল। এদিকে সংস্থার মাইক্রো এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সনটি লঞ্চের পর দেশের ক্ষুদ্রতম এসইউভি মডেলের তকমা পাবে।

মঙ্গলবার ৫৮তম বার্ষিক সাধারণ বৈঠকে টাটা তাদের আসন্ন ইলেকট্রিক ভেহিকেলগুলি সম্পর্কে নিশ্চিত করেছে। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান, “আমার আশা খুব শীঘ্রই সংস্থার মোট গাড়ির অর্ধেক বৈদ্যুতিক মডেল হতে চলেছে। Jaguar Land Rover ও টাটা মোটরসের বৈদ্যুতিক গাড়ি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক মডেল লঞ্চ করা হয়েছে। এবারে Nexon EV-র facelift আনা হচ্ছে।”

এদিকে টাটার অধীনস্থ ব্রিটিশ লাক্সারি গাড়ি সংস্থা Jaguar Land Rover চলতি দশকের শেষে ৬৫% গাড়ি পরিবেশবান্ধব মডেলে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। এই প্রসঙ্গে চন্দ্রশেখরন বলেন, “JLR এবছরের শেষ থেকে অল ইলেকট্রিক Range Rover ও Range Rover Sports-এর অর্ডার নেওয়া শুরু করবে। এরপর আমরা ২০২৪ অথবা ২০২৫-এর শুরুতে Jaguar-এর ইলেকট্রিক মডেল লঞ্চ করব।”

এদিকে টাটা তাদের আসন্ন Harrier EV সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। Tata Curvv EV-এর নামকরণ করা হতে পারে Tata Frest। দ্বিতীয় প্রজন্মের পাওয়ার ট্রেন সমেত আসতে চলা গাড়িটি ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

Show Full Article
Next Story