পাম্পে শুধু তেল নয়, মিলবে এই জিনিসও, হিন্দুস্তান পেট্রোলিয়ামের সঙ্গে জোট বেঁধে ঘোষণা টাটার
বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের দুশ্চিন্তা দূর করতে পেট্রোল পাম্পের মতই রাস্তায় কিছু দূর অন্তর চার্জিং স্টেশনের...বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের দুশ্চিন্তা দূর করতে পেট্রোল পাম্পের মতই রাস্তায় কিছু দূর অন্তর চার্জিং স্টেশনের প্রয়োজন। তাই এক্ষেত্রে এবারে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেড বা টিপিইএম (TPEM)। গ্রাহকদের সুবিধার্থে তারা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা এইচপিসিএল (HPCL)-এর সাথে মৌ স্বাক্ষরিত করেছে। যার উদ্দেশ্য, দেশজুড়ে এইচপিসিএল-এর সমস্ত ফুয়েল পাম্পে টাটার ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানো।
HPCL-এর সাথে চুক্তি স্বাক্ষর করল Tata
এই বছর ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ে এইচপিসিএল-এর 5,000 পাম্পে চার্জার বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সমগ্র দেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির মোট 21,500টি পেট্রোল পাম্প রয়েছে। বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা তথা টিপিইএম-এর 68% মার্কেট শেয়ার রয়েছে।
এই মুহূর্তে, টাটার পোর্টফোলিও'তে রয়েছে চারটি বৈদ্যুতিক গাড়ি – Punch EV, Tiago EV, Tigor EV ও Nexon EV। বর্তমানে বেশিরভাগ চার্জিং পয়েন্ট নয় ক্রেতাদের বাড়ি অথবা অফিসে রয়েছে। ইভি-র ব্যবহার বাড়াতে পাবলিক লোকেশনে চার্জিং স্টেশন গড়ে তোলা অতি জরুরী।
প্রসঙ্গত, টাটা মোটরস সম্প্রতি গুরুগ্রামে তাদের প্রথম ইলেকট্রিক ভেহিকেল অনলি শোরুম উদ্বোধন করেছে। এখনও পর্যন্ত এইচপিসিএল 3,050টি ইভি চার্জিং স্টেশন ইন্সটল করেছে। এর মধ্যে ব্যাটারি সোয়াপিং স্টেশনও রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলের রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা কমাতে বৈদ্যুতিক চার্জিং স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণে টাটা মোটরসের সাথে এইচপিসিএল-এর জোট অতি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন HPCL-এর মুখ্য জেনারেল ম্যানেজার দেবাশীষ চক্রবর্তী।